আজকাল ওয়েবডেস্ক: গাড়ির মধ্যে বসে একসঙ্গে খেলাধুলা করছিল চার বন্ধু। তাদের অগোচরে হঠাৎ বন্ধ হয়ে যায় গাড়ির দরজা। বন্ধ গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ আটকে থেকে, শ্বাসরোধ হয়ে মর্মান্তিক পরিণতি হল চার নাবালকের। বন্ধ গাড়ির মধ্যে থেকে চারজনের নিথর দেহ উদ্ধার করেছে পরিবার। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায়। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে দ্বারাপুদি গ্রামে ঘটনাটি ঘটেছে। পরিবার জানিয়েছে, চার বন্ধু সকালে একসঙ্গে খেলতে বেরিয়েছিল। দুপুরেও বাড়ি না ফেরায় সকলে খোঁজাখুঁজি শুরু করেন। কয়েক ঘণ্টা পর বাড়ির বাইরে একটি বন্ধ গাড়ির মধ্যে তাদের দেখা যায়। চারজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। 

 

পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে দু'জনের বয়স আট এবং দু'জনের বয়স ছয়। মৃতদের মধ্যে দু'জন এক পরিবারের সদস্য ছিল। খেলাধুলা করতে করতে তারা গাড়ির মধ্যে ঢুকেছিল। সেই সময় গাড়িটি লক করা ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ গাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়ায় ঘটে বিপত্তি। বন্ধ গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ থাকায় শ্বাসরোধ হয় তাদের। বন্ধ গাড়ির মধ্যে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে চারজনের। চার বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে।