আজকাল ওয়েবডেস্ক: মানি লন্ডারিং মামলায় বড়সড় সাফল্য পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কংগ্রেসের প্রাক্তন হরিয়ানা বিধায়ক ধর্ম সিং চোকরকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে ইডি। তার বিরুদ্ধে অভিযোগ, ‘দীন দয়াল আবাস যোজনা’র আওতায় প্রায় ১৫০০ কোটি টাকা তছরুপ করেছেন তিনি ও তার সংস্থা।

অন্যদিকে, রিয়েল এস্টেট প্রতারণার মামলায় অভিযুক্ত সিকন্দর সিং এবং তার বাবা মিলিতভাবে ১৫০০-রও বেশি ফ্ল্যাট ক্রেতাকে প্রতারিত করে ৪০০ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। তাদের সংস্থা ‘মিহিরা গ্রুপ’-এর গুরুগ্রামের সেক্টর ৬৮-তে একটি সস্তা আবাসন প্রকল্প চালু হয়েছিল। কিন্তু প্রকল্পটির কোনো বাস্তব অগ্রগতি না ঘটিয়ে প্রায় ৩৬৩ কোটি টাকা বাড়ির ক্রেতাদের থেকে তোলা হয়।

২০২৩ সালে গুরুগ্রাম পুলিশ একটি এফআইআর দায়ের করলে ইডি এই তদন্তের দায়িত্ব গ্রহণ করে। মার্চ ২০২৪-এ সিকন্দর সিং আবার গ্রেপ্তার হন। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করলে তিনি অসুস্থতার অজুহাতে হাসপাতালে ভর্তি হয়ে জেল এড়ানোর চেষ্টা করেন। গত বছর অক্টোবর মাসে রোহতকের এক হাসপাতালে বাইরে ঘুরে বেড়ানোর ভিডিও সামনে আসায় এই কেলেঙ্কারির প্রভাব আরও বেড়ে যায়।

ইডি জানিয়েছে, এই মামলাগুলির তদন্তে আরও অনেক নতুন তথ্য উঠে আসছে এবং শীঘ্রই আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রেপ্তারি হতে পারে। এই জালিয়াতির ফলে হাজার হাজার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁরা জীবনের সঞ্চয় খরচ করে স্বপ্নের বাড়ি কেনার চেষ্টা করেছিলেন।