আজকাল ওয়েবডেস্ক: পড়ার অভ্যাস গড়ে তোলা, শব্দভান্ডার উন্নত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে রাজস্থান সরকার রাজ্যের সমস্ত সরকারি স্কুলে প্রতিদিন সংবাদপত্র পড়া বাধ্যতামূলক করেছে। ৩১ ডিসেম্বরের একটি আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের সকালের সমাবেশে অন্তত ১০ মিনিট সংবাদপত্র পড়তে হবে। এই উদ্যোগের লক্ষ্য হল শিক্ষার্থীদেরকে সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে পরিচিত করানো এবং অল্প বয়স থেকেই সংবাদ বোঝা ও বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি করা।
রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের নির্দেশিকা অনুযায়ী, সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে কমপক্ষে দু'টি সংবাদপত্রের গ্রাহক হতে হবে - একটি হিন্দি এবং একটি ইংরেজি - অন্যদিকে সরকারি উচ্চ প্রাথমিক স্কুলগুলোকে অবশ্যই কমপক্ষে দুটি হিন্দি সংবাদপত্র উপলব্ধ রাখার ব্যবস্থা করতে হবে।
সংবাদপত্রের গ্রাহক হওয়ার খরচ রাজস্থান স্কুল শিক্ষা পরিষদ, জয়পুর বহন করবে।
ভাষা দক্ষতা জোরদার করার জন্য স্কুলগুলোকে প্রতিদিন সংবাদপত্র থেকে পাঁচটি নতুন শব্দ চিহ্নিত করতে এবং শিক্ষার্থীদের কাছে সেগুলোর অর্থ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সকালের সমাবেশে একটি জাতীয় স্তরের ইংরেজি এবং একটি হিন্দি সংবাদপত্র উচ্চস্বরে পড়া হবে। আদেশে আরও বলা হয়েছে যে, শিক্ষার্থীদের শ্রেণি অনুযায়ী ভাগ করে সম্পাদকীয় এবং প্রধান জাতীয়, আন্তর্জাতিক ও ক্রীড়া বিষয়ক ঘটনাবলী পড়তে ও আলোচনা করতে উৎসাহিত করতে হবে।
প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, এই কর্মসূচিটি কেবল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্যই নয়, বরং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের আরও ভালোভাবে প্রস্তুত করতেও সহায়তা করবে।
এক সপ্তাহ আগেই উত্তরপ্রদেশ সরকার সরকারি স্কুলগুলোতে সংবাদপত্র পড়াকে বাধ্যতামূলক কার্যকলাপ বলে ঘোষণা করেছে।
