আজকাল ওয়েবডেস্ক: পুরীর শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন প্রকাশিত ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার ঘিরে হুলস্থূল কাণ্ড। ক্য়ালেন্ডারে প্রভু জগন্নাথ, বলরামের অবস্থান ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ওডিশার বিরোধী দল বিজেডি-র রোষানলে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন। বিতর্ক চরমে পৌঁছতেই আপাতত ওই ক্যালেন্ডার বিক্রি বন্ধ করে দিয়েছে।

কেন এত বিতর্ক? দেখা যায় যে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন প্রকাশিত ক্যালেন্ডারে ভগবান বলভদ্রের ছবি ভগবান জগন্নাথের স্থানে এবং ভগবান জগন্নাথের ছবি রয়েছে বলভদ্রের স্থানে।

এই ত্রুটির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাধি বলেন, "ক্যালেন্ডারে ব্যবহৃত ছবিটি রাজ্য জাদুঘরে সংরক্ষিত একশ বছরের পুরনো একটি তালপাতার চিত্রকর্ম। ছবিটি রাজ্য জাদুঘর থেকে সংগ্রহ করে ক্যালেন্ডারে ব্যবহার করা হয়েছে। ছবিটি ছিল সেই যুগের একজন শিল্পীর আঁকা। জগন্নাথ ভক্তদের এটায় ভুল বোঝা উচিত নয়। আমরা এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা চেয়েছি এবং এই ক্যালেন্ডারটির বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।"

এর আগে, বিজেডি শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন প্রকাশিত ইংরেজি নববর্ষের ক্যালেন্ডারে গুরুতর ত্রুটির অভিযোগ তুলেছিল। বিরোধী দলটি অভিযোগ করে যে, এই ধরনের ভুলের কারণে বিশ্বজুড়ে ভগবান জগন্নাথের ভক্তদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হচ্ছে।

শঙ্খ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজেডি মুখপাত্র লেনিন মোহান্তি বলেন, "ক্যালেন্ডারটিতে পবিত্র ত্রিমূর্তির ভুল চিত্র রয়েছে। ভগবান বলভদ্রকে ভগবান জগন্নাথের স্থানে এবং ভগবান জগন্নাথকে বলভদ্রের স্থানে দেখানো হয়েছে। ফলস্বরূপ, দেবী সুভদ্রাকে তাঁর ডানদিকে জগন্নাথ এবং বামদিকে বলভদ্রের সঙ্গে চিত্রিত করা হয়েছে, যা প্রতিষ্ঠিত ধর্মীয় ঐতিহ্যের পরিপন্থী।"

মোহান্তি আরও বলেন যে, "মন্দিরের প্রশাসন প্রকাশিত টেবিল ক্যালেন্ডার, দেয়াল ক্যালেন্ডার এবং ডায়েরি জুড়ে একই ভুল ছবি ছাপা হয়েছে।"

মোহান্তি এই বিষয়ে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের উদাসীন প্রতিক্রিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, "শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন ক্যালেন্ডারে পটচিত্র (ঐতিহ্যবাহী চিত্রকর্ম) ব্যবহারের আগে বুদ্ধিজীবীদের সঙ্গে পরামর্শ করেনি। এই ধরনের ভুল জগন্নাথ সংস্কৃতি এবং ওড়িয়া আত্মপরিচয়ের প্রতি সংবেদনশীলতার অভাবকে প্রতিফলিত করে।"

তিনি আরও বলেন: “ক্যালেন্ডারের ছবিতে রথগুলোকে ভুল ক্রমে দেখানো হয়েছে — প্রথমে দেবী সুভদ্রা, তারপর ভগবান জগন্নাথ এবং সবশেষে ভগবান বলভদ্র। প্রতিষ্ঠিত রীতিনীতি অনুসারে, রথযাত্রার সময় সঠিক ক্রমটি হলো প্রথমে ভগবান বলভদ্র, মাঝে দেবী সুভদ্রা এবং সবশেষে ভগবান জগন্নাথ।”