আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এয়ার ইন্ডিয়া বিমান ঘিরে ফের প্রশ্ন উঠেছে। লন্ডন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া-র একটি বিমানে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। খবর সূত্রে জানা গিয়েছে, এক পুরুষ যাত্রী তাঁর সহযাত্রী এক তরুণীর সঙ্গে উড়ান চলাকালীন চরম অশালীন আচরণ করেছেন। এই ঘটনার সূত্রপাত হিথ্রো বিমানবন্দরে। বিমানের উদ্দেশে যাত্রীরা বোর্ডিং করছিলেন তখন। ঘটনা ঘিরে ইতিমধ্যেই শোরগোল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সিটে বসা নিয়ে ঘটনার সূত্রপাত। এক সামান্য বিভ্রান্তির মধ্য দিয়ে শুরু হয় গোটা ঘটনাটি। অভিযুক্ত যুবকের নাম সমীর। খবর অনুযায়ী তিনি বিমানে ওঠার পর নিজের নির্ধারিত আসন ১২ এফ-এ যান। সেখানে গিয়ে দেখেন এক তরুণী এবং তাঁর সঙ্গে এক মধ্যবয়সী মহিলা বসে আছেন। তাঁদের চেহারা এবং বয়স দেখে সমীর ধরে নেন তাঁরা মা-মেয়ে। তিনি বিনয়ের সঙ্গে তরুণীকে বলেন, 'এক্সকিউজ মি! ১২ এফ আমার সিট।' তরুণী হাসিমুখে সরে দাঁড়ান। এরপর সমীর জানালার ধারে নিজের সিটে বসে পড়েন।

এরপরই ঘটনা মোড় নেয় অন্য দিকে। বসার পর সমীর কিছুটা ইতস্তত অনুভব করতে থাকেন। কোনও এক প্রসঙ্গে পাশে বসা তরুণীর সঙ্গে কথা বলার ছুতো খুঁজতে থাকেন। এরপর বিমান যখন ক্রুজিং অ্যাল্টিটিউডে পৌঁছয়, তখন যুবক অবশেষে সুযোগ বুঝে কথা বলা শুরু করেম। এই সময়ে যাত্রীরা তাঁদের ডিভাইস ব্যবহার করতে পারেন। সেই সুবাদে সমীর ওয়াইফাই সংযোগ নিয়ে কথা বলে প্রাথমিক কথোপকথন শুরু করেন।আলাপচারিতায় যুবক তরুণীর নাম জানতে পারেন সোনম।

জানা গিয়েছে, এরপর ধীরে ধীরে তাঁদের বাক্যালাপ বাড়তে থাকে৷ সমীর তাঁকে পানীয় অফার করেন, কিন্তু সোনম জানান তিনি অ্যালকোহল  খান না। এরপর সমীর তাঁকে ঠান্ডা পানীয় অফার করলে সোনম হাসিমুখে তা গ্রহণ করেন। সমীর নিজেই বিমানের প্যান্ট্রি থেকে ঠান্ডা পানীয় নিয়ে আসেন সোনমের জন্য।

রাত গভীর হলে বিমানের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েন। খবর অনুযায়ী সমীর তখন চূড়ান্ত মাতাল অবস্থায় ছিলেন। আচমকা তিনি পাশে বসা তরুণী সোনমের ভিডিও করা শুরু করেন। তবে সোনম এতে আপত্তি না করায়, তিনি গান গাইতে ও নাচতে শুরু করেন। এহেন পরিস্থিতিতে আশেপাশের যাত্রীরা স্বাভাবিকভাবেই বিরক্ত বোধ করেন। ফলস্বরূপ এক এয়ার হোস্টেস এসে তাঁকে অনুরোধ করেন যেন তিনি চুপচাপ থাকেন, এবং বাকিদের কোনওরকম সমস্যা না হয়। 

সমীর কিছুক্ষণের জন্য শান্ত হন। পরবর্তীত তাঁর অশালীন আচরণ শুরু হয়। তিনি সোনমকে নিজের দিকে টানেন, নিজের ইয়ারপড তাঁর কানে পরিয়ে দেন, এমনকী তাঁর মাথা নিজের কাঁধে রাখেন। এরপর তিনি সোনমের চুলে হাত বুলাতে থাকেন। সোনম এর জন্য প্রস্তুত না থাকলেও যুবককে সরাসরি বাধা দেননি বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুনঃ রাজনীতি নয়, সুরেই মুগ্ধতা ছড়ালেন মুখ্যমন্ত্রী! রাজভবনে 'পহেলা নশা' পরিবেশনে কনরাড সাংমার সঙ্গীতপ্রেমে মাতোয়ারা সবাই...

এহেন পরিস্থিতিতে সমীর নিজের মাথা সোনমের কাঁধে রেখে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে, তিনি আরও আগ্রাসী হয়ে ওঠেন। আচমকা সোনমের প্রতি অশালীন আচরণ করতে থাকেন। সোনম আপত্তি জানালে, সমীর তাঁর কানে ফিসফিসিয়ে বলেন যে তিনি সোনমের সঙ্গে শারিরীক সম্পর্ক করতে চান, যা তরুণীকে আরও বিব্রত করে তোলে।

এরই মধ্যে পাশের সিটে বসা সোনমের মা আওয়াজে জেগে ওঠেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি অন্য একটি সিটে চলে যান। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর, সোনম তাঁর মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলেন। ঘটনার জেরে বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোনম ঘটনার প্রেক্ষিতে এয়ারপোর্ট পুলিশ স্টেশনে গিয়ে সমীরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন।

সম্প্রতি বিমানে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনা কেবল যাত্রী নিরাপত্তা নয়, বরং ফ্লাইটে মহিলাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার দায়িত্ব নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এয়ার ইন্ডিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।