আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের রাজধানী লখনউ বিমানবন্দরে দিনের বেলা বন্ধ করে দেওয়া হল উড়ান পরিষেবা। সকাল ১০ টা থেকে শুরু করে সন্ধে ৬ টা পর্যন্ত উড়ান চলাচল এখানে বন্ধ করে রাখা হবে। ১ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত এই নির্দেশিকা জারি করা থাকবে।
 
 তবে কেন এই ধরণের একটি সিদ্ধান্ত নিল বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে এই বিমানবন্দরকে নতুন করে সাজিয়ে তোলা হবে। সেই কারণেই এই কাজটি করা হচ্ছে। বিষয়টি ইতিমধ্যে একটি নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এখান থেকে যারা অন্যত্র যাতায়াত করেন তারা এবার বিকল্প পথ বেছে নেবেন।
 
 দিনের বেলা কোনও বিমানের টিকিং বুক করা হচ্ছে না। ফলে সারাদিন ধরে এখান থেকে যে ৩৫ টি বিমান অন্যত্র যায় সেগুলি আপাতত বন্ধ খাকবে। ফলে যারা এখান থেকে যাওয়ার কথা ভাবছিলেন তারা এবার অন্যদিক থেকে যাওয়ার ব্যবস্থা করছেন। একেবারে সকালের দিকে কয়েকটি বিমান চলাচল করলেও পরের দিকে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ২০ হাজার মানুষ এখান থেকে নিজেদের টিকিট বুক করেছিলেন। তবে তারা এবার নিজেদের টাকা ফেরত নিয়ে অন্যদিক থেকে যাওয়ার পথ দেখছেন।
 
 এখানেই শেষ নয় লখনউ থেকে যেসব আন্তর্জাতিক উড়ান হয়ে থাকে সেগুলিকেও অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তাই সেখান থেকে বিমান ওঠানামা করছে না। ইতিমধ্যেই ইন্ডিগোর ১২ টি বিমান বাতিল করে দেওয়া হয়েছে। তবে এরফলে লাভবান হয়েছে কানপুর বিমানবন্দর। এখানকার বেশিরভাগ বিমান সেখানে গিয়ে নামছে। ফলে সেখানে লাভের মুখ দেখছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। 
 
 এতদিন পর্যন্ত দিল্লি থেকে লখনউ পর্যন্ত বিমানের ভাড়া যেখানে ২৩০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা ছিল। সেখানে এই ভাড়া বেড়ে হতে পারে ৫০০০ থেকে ৬০০০ টাকা। ফলে যাত্রীদের কাছে এটি একটি বাড়তি সমস্যা। এখন কিছুদিন এই সমস্যা চলবে। 
