আজকাল ওয়েবডেস্ক: যখন কারও কপাল খোলে তখন হয়তো এভাবেই খোলে। মাটি থেকে ৩০ হাজার ফুট উঁচুতে বিরাট নাটক।
একটি বিমান সংস্থায় কাজ করতেন এক মহিলা কর্মী। প্রতিদিনের মতোই নিজের কাজ করছিলেন সেই মহিলা কর্মী। তার কাজ ছিল বিমানের যাত্রীদের সঙ্গে ফোনে বার্তা দেওয়া। সেখানে তিনি সকলকে জানিয়ে দিতেন কোন পরিস্থিতি রয়েছে বিমানের। তবে এবারই চমক দেওয়ার পালা। তিনি হঠাৎ করে ফোনে যা বললেন সেটা শুনল সকল যাত্রীরা।
ফোনে এই মহিলা কর্মী জানান এটাই তার জীবনের শেষ উড়ান। তার এই কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েন তার সহকর্মী থেকে শুরু করে বাকিরা। কেউ আবার তাকে দেখে হাসতে শুরু করেন। তবে এরপরই জানা যায় এই মহিলা কর্মী লটারিতে ২১ কোটি টাকার জ্যাকপট জিতেছেন।
বেশ কয়েকদিন আগে এই মহিলা বিমান কর্মী এই লটারির টিকিট কেটেছিলেন। তবে তারপর তিনি সেটি মিলিয়ে দেখেননি। তার আর্থিক পরিস্থিতি মোটেই ভাল ছিল না। তাই মাঝে মাঝেই এই মহিলা কর্মী লটারির টিকিট কাটতেন। তবে এরপরই হঠাৎ করে তার কপাল খুলে যায়। ২১ কোটি টাকার জ্যাকপট হাতে চলে আসে।
এরপরই আর দেরি না করে দ্রুত বিমান সেবিকার চাকরি থেকে ইস্তফা দেন এই মহিলা বিমান কর্মী। পরে নিজের ঘনিষ্ঠমহলে এই মহিলা কর্মী জানিয়েছেন, তিনি এবার নিজের বাকি জীবন মালদ্বীপে কাটাতে চান। সেখান থেকেই তিনি নিজের জীবন কাটাবেন। তার সঙ্গে থাকবে তার পরিবার। এই মহিলার লটারির গল্প এখন সকলের মুখে ফিরছে। তার জীবনের এই কাহিনী সকলকেই অবাক করে দিয়েছে।
