আজকাল ওয়েবডেস্ক : পুলিশ এবং সিআরপিএফের সঙ্গে গুলির লড়াইতে নিহত ৫ জঙ্গি। জম্মু-কাশ্মীরের কুলগামে উভয়ের মধ্যে টানা গুলির লড়াই চলে। পুলিশের এক উচ্চকর্তা জানান, নিহতরা সকলেই লস্কর-ই-তৈবা দলের সদস্য বলে মনে করা হচ্ছে। কুলগামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর মেলে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। প্রতিটি ঘরে চলে তল্লাশি অভিযান। এরপরই একটি বাড়ি থেকে হঠাৎই গুলি চালায় জঙ্গিরা। এরপরই শুরু হয়ে যায় গুলির লড়াই। এই অভিযানে ৩৪ নং রাষ্ট্রীয় রাইফেলসের সদস্যরা অংষ নেয়। বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয় এই সংঘর্ষ। সীমান্তের ওপার থেকেই জঙ্গিরা ভারতে প্রবেশ করেছে বলেই মনে করে হচ্ছে। বুধবার উরিতে দুজন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। তাদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে বাসির আহমেদ মালিক বলে একজন রয়েছেন যে সীমান্তে সন্ত্রাস চালানোয় অন্যতম হিসাবে কাজ করছিল। প্রসঙ্গত, সামনেই শীতকাল। তার আগে সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। প্রতিবারই জঙ্গিরা এই সময়টাকে কাজে লাগায়। তবে ভারতীয় সেনা প্রতিনিয়তই সতর্ক রয়েছে বলে জানান এক সেনাকর্তা।
