আজকাল ওয়েবডেস্ক: রাতে খাওয়াদাওয়ার পর একসঙ্গেই সকলে ঘুমাতে গিয়েছিলেন। গভীর রাতেই ঘটল বিপত্তি। আচমকা দাউদাউ আগুন। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। অগ্নিদগ্ধ হয়ে বাড়িতেই চরম পরিণতি হল একের পর এক সদস্যদের। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একাধিক সদস্য। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে মুজাফফরপুরের মতিপুর নগর পরিষদ এলাকায় একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিদগ্ধ হয়ে বাড়িতেই কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। মতিপুর নগর পরিষদের চেয়ারম্যান কুমার রাঘবেন্দ্র রাঘব জানিয়েছেন, অগ্নিকাণ্ডের জেরে আরও পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁর বর্তমানে শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বাড়ি থেকে কালো ধোঁয়া দেখেই প্রতিবেশীরা তড়িঘড়ি করে পুলিশ ও দমকলে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন পৌঁছয়। শনিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে তারা। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিমেষের মধ্যে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। 

চেয়ারম্যান কুমার রাঘবেন্দ্র রাঘব জানিয়েছেন, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শনিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জেরে আগুন নিয়ন্ত্রণে আনতেও কসরত করতে হয়েছে। মৃত ও আহতরা সকলেই এক পরিবারের সদস্য। আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।' 

প্রসঙ্গত, দীপাবলির রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। গভীর রাতে বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। একাধিক তলায় ছড়িয়ে পড়ে আগুন। একাধিক ফ্ল্যাটে মারাত্মক ক্ষতিগ্রস্ত। আলোর উৎসবেই শেষ হয়ে গেল একাধিক প্রাণ। উদযাপন শেষে ফ্ল্যাটেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন চারজন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নভি মুম্বই শহরে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এক বহুতল আবাসনে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভাসি এলাকার সেক্টর ১৪-তে। ওই এলাকার এমজিএম কমপ্লেক্সের রাহেজা রেসিডেন্সিতে রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। প্রথমে ১১ তলায় আগুন লাগে। ক্রমেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় আবাসনের উপরের তলাতেও।‌এরপর ১২ তলা ও ১৩ তলাতেও দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধ হয়ে দুই মহিলা, এক যুবক এবং ছ'বছরের এক নাবালিকার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০জন। আহতদের ভাসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাতেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ বাহিনী ও দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ৪০ জন দমকল কর্মী একটানা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন। অবশেষে ভোর চারটে নাগাদ ওই আবাসনে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।