আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। সঙ্গে সঙ্গে উল্টে যায় সেটি। দুমড়ে মুচড়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার গুরুগ্রামের জাতীয় সড়কে। ভোর সাড়ে চারটে নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। ওই গাড়িতেই ছিলেন ছয়জন সদস্য। যাদের মধ্যে তিনজন মহিলা ও তিনজন পুরুষ। প্রত্যেকেই কাজের সূত্রে উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামে এসেছিলেন। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এসইউভি গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ছয়জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। 

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই দুর্ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। জাতীয় সড়কের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

 

আরও পড়ুন: অবৈধ সন্তানকে বিক্রির চেষ্টা, বিফল হয়ে জঙ্গলে ফেলে দিয়েছিলেন মা! মুখে পাথর ভরে খুনের চেষ্টা করেও পার পেল না

 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই আরও একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল জয়পুরে। আত্মীয়ের শেষকৃত্য সেরে ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাঁদেরও বাড়ি ফেরা হল না। পথেই সব শেষ হল‌। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান দুই পরিবারের মোট সাতজন সদস্য। আহত হয়েছেন অনেকেই। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জয়পুরে। ওই দুই পরিবারের সদস্যরা হরিদ্বার থেকে ফিরছিলেন। সেদিন তাঁদের এক আত্মীয়র শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি অসুস্থ হয়েই মারা যান। সেই আত্মীয়ের শেষকৃত্যের পরেই বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। 

 

আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর জলমগ্ন রিং রোডের আন্ডারপাসে উল্টে যায় গাড়িটি। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে শিবদাসপুরা থানার অন্তর্গত এলাকায় দুর্ঘটনাটি ঘটেছিল। গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলেই জানা গেছে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। তারপর রিং রোডে ১৬ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। 

 

রবিবার ভোররাতে স্থানীয়রা দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি দেখেই পুলিশে খবর দেন‌। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কয়েক ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর গাড়ি ও যাত্রীদের উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিক সৌরেন্দ্র সাইনি জানিয়েছেন, গাড়ির ভিতরে সাতজন যাত্রীই ঘটনাস্থলে মারা যান। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। মৃতদের মধ্যে দুই নাবালক ছিল। 

 

পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, দুর্ঘটনাটি কখন ঘটেছে, তার সঠিক সময় জানা যায়নি। কয়েক ঘণ্টা পরে স্থানীয় বাসিন্দারা দেখেই পুলিশে খবর পাঠান। পরিবারের সদস্যরা হরিদ্বারে গিয়েছিলেন। সেখান থেকে জয়পুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। মাঝ পথেই দুর্ঘটনায় সকলের প্রাণ যায়।