আজকাল ওয়েবডেস্ক: নাশকতার বড়সড় ছক বানচাল। ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা। ফিশ প্লেট খুলে তা লাইনের উপর রেখে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে কিম রেল স্টেশনের কাছে। রেলকর্মীদের তৎপরতায় কোনও দুর্ঘটনা ঘটেনি। ফিশ প্লেট লাইনের উপর থেকে সরিয়ে দেন রেলকর্মীরা। পশ্চিম রেলের বরোদা শাখা জানিয়েছে, কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী রেলের আপ লাইনের ফিশ প্লেট খুলে সেটিকে লাইনের উপর রেখে দিয়েছিল। রেলের এক আধিকারিক জানান, বিষয়টি নজরে আসার পরই রেলকর্মীরা দ্রুত পদক্ষেপ করেন। লাইনের উপর থেকে সেটি সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয়।
সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরের কাছে কালিন্দী এক্সপ্রেস লাইনচ্যুত করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছিল একটি গ্যাস সিলিন্ডার। কিছুটা দূরেই পাওয়া গিয়েছিল এক বোতল পেট্রল ও দেশলাই বাক্স। তাছাড়া রাজস্থানের অজমেরে মালগাড়ি চলাচলের লাইনের উপর ফেলে রাখা হয়েছিল বিশাল সিমেন্টের চাঁই। রেলের একটি রিপোর্টে বলা হয়েছে, গত আগস্ট থেকে অন্তত ১৮ বার ট্রেন বেলাইন করার চেষ্টা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, শুধু আগস্ট মাসেই ১৫ বার ট্রেন বেলাইন করার চেষ্টা হয়েছে। আর তিনবার সেপ্টেম্বরে। রেলের রিপোর্টে আরও বলা হয়েছে উত্তরপ্রদেশে এই প্রবণতা সবচেয়ে বেশি।
