আজকাল ওয়েবডেস্ক: ভারতের রেলপথে নতুন মাত্রা যোগ করবে হাইড্রোজেন ট্রেন। এটি এমনভাবে তৈরি কর হয়েছে যেখানে থাকছে প্রচুর সুবিধা। এর গতিবেগ অন্য দূরপাল্লার ট্রেনকেও টেক্কা দেবে। এবার রেল দপ্তর জানিয়ে দিল কবে থেকে ভারতের মাটিতে শুরু হয়ে হাইড্রোজেন ট্রেন।


ভারতের মাটিতে প্রথম হাইড্রোজেন ট্রেনটি চালু হবে চলতি বছরের ৩১ মার্চ থেকে। হরিয়ানার জিন্দ থেকে সোনিপথ পর্যন্ত এই ট্রেনটি শুরু হবে। ভারতীয় রেলের মাথায় এটি একটি নতুন পালক হিসাবে সামনে আসবে। পরিবেশকে সুস্থ রেখে ট্রেন চলানোর যে পদক্ষেপ ভারতীয় রেল বহুদিন আগে থেকে নিয়েছিল সেই কাজকেই গতি দেবে এই হাইড্রোজেন ট্রেন।

 


হাইড্রোজেন ট্রেন চলার মূল চাবিকাঠি হবে জল। তাই এর থেকে যে তাপ তৈরি হবে সেখান থেকেই তৈরি হবে হাইড্রোজেন। সেই শক্তি দিয়েই চলবে ট্রেন। আগামীদিনে দেশের মাটি থেকে ডিজেল ট্রেন একেবারে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে রেল বিভাগের। তাই তারা এখান থেকেই তার সূচনা করে দেবেন। একেবারে কার্বন ফ্রি এবং শব্দহীনভাবে চলবে এই ট্রেনটি। ফলে যে যাত্রীরা এটিতে চড়বেন তারাও বাড়তি আরাম পাবেন।

 


গতির দিক থেকে দেখতে হলে হাইড্রোজেন ট্রেনটি ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে যেতে পারবে। প্রথম যে ট্রেনটি চালু করা হবে সেখানে ২৬৩৮ জন যাত্রী একবারে যেতে পারবেন। এটিতে থাকছে ১২০০ হর্স পাওয়ারের একটি ইঞ্জিন। ফলে এটি যথেষ্ট শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। 


প্রথমে জিন্দ থেকে সোনিপথ পর্যন্ত এটি শুরু করা হলেও পরে দেশের বিভিন্ন প্রান্তে এটি চলা শুর করবে। ভারতীয় রেল ২০৩০ সালের মধ্যে রেল চলাচলকে দূষণমুক্ত করার যে কাজ শুরু করেছে তাকে গতি দেবে এই ট্রেনটি। জার্মানি, চিন এবং ব্রিটেনের মাটিতে ইতিমধ্যে শুরু হয়েছে এই ট্রেন। এবার সেই তালিকায় ভারতের নামও জুড়ে যাবে। ফলে ভারত যে নতুন ইতিহাস তৈরি করবে সেকথা বলাই যায়।