আজকাল ওয়েবডেস্ক: বিহারের পাটনাতে এক রেস্তোরাঁয় সম্প্রতি আগুন লেগেছে। দানাপুর-খাগৌল সড়কের জুডিও ভবনের পঞ্চম তলায় আগুন লাগে৷ সেখানে একটি রুফটপ ক্যাফেতে হয় এই ঘটনা৷ পুলিশ জানিয়েছে এই ঘটনায় কেউ আহত হয়নি।
আগুন পুরোপুরি নেভাতে দমকল কর্মীদের দুই ঘন্টারও বেশি সময় লেগেছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷ আগুন নীচের তলায়ও ছড়িয়ে পড়ে। একটি অফিস সহ পুরো ফ্লোরটি পুড়ে গিয়েছে। ঘটনার পর ভবনের সমস্ত কর্মী এবং অন্যান্যরা দ্রুত নীচে নেমে আসেন। তবে কেউ আহত বা আটকা পড়েনি।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এয়ার কন্ডিশনারের বিস্ফোরণ থেকে আগুন লেগেছে৷ যদিও সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলে তিনটি থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্য দুর্যোগ জরুরি প্রতিক্রিয়া বাহিনীর (SDRF) একটি দলও অভিযানে সহায়তা করেছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
