আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের আহমেদাবাদ শহরের খোকরার পারিষ্কার-১ অ্যাপার্টমেন্টে শুক্রবার, ১১ এপ্রিল, বিকেল ৪টার দিকে চার তলায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে অন্তত সাতটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

ঘটনার সময় একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে, যেখানে দুজন মহিলা, একটি মেয়ে এবং একটি শিশুকে সিঁড়ির ধাপে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক শিশুকে একটি হাতে ব্যালকনির রেলিং ধরে ঝুলতে দেখা যায় এবং তার আরেকটি হাত ধরে রেখেছিলেন একজন মহিলা, যিনি নিজেও উদ্ধার হওয়ার অপেক্ষায় ছিলেন।

তিন তলা থেকে দুই ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনেন। একইভাবে, পরে মেয়েটিকেও উদ্ধার করা হয়।

ঘটনার সময় প্রায় ১৮ জন বাসিন্দা বিল্ডিংয়ের ভেতরে আটকা পড়েন, যাঁদের দমকল কর্মীরা সময়মতো উদ্ধার করেন। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">April 11, 2025