আজকাল ওয়েবডেস্ক: কাজ দেওয়ার অছিলায় দিল্লির এক তরুণীকে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মথুরার এক বিজেপি কার্যকর্তার বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। যদিও এই অভিযোগ খারিজ করেছেন ওই কার্যকর্তা।

মথুরার হাইওয়ে থানার পুলিশ আধিকারিক আনন্দ কুমার শাহি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (১) (ধর্ষণ) এবং ৩৫১ (৩) (বলপূর্বক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মহিলার বয়ান রেকর্ড করা হবে। বিস্তারিত তদন্তের পর পরবর্তী পদক্ষেপ করা হবে।

পুলিশের কাছে ওই মহিলার লিখিত অভিযোগে থেকে জানা গিয়েছে, তিনি দিল্লির বাসিন্দা। একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। অভিযুক্তের সঙ্গে ওই মহিলার আলাপ ফেসবুক সূত্রে।  মহিলা দাবি করেছেন, স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে আলোচনা এবং কাজ দেওয়ার নাম করে গত ১৪ সেপ্টেম্বর ওই বিজেপি নেতা তাঁকে মথুরা ডেকে পাঠান। সেখানে পৌঁছতেই ওই মহিলা এবং তাঁর বন্ধুকে একটি ফার্মহাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছতেই স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে আলোচনা করার অছিলায় তাঁর বন্ধুকে ঘরের বাইরে যেতে বলা হয়। এর পরেই মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন মহিলা। তাঁকে হুমকিও দেওয়া হয় এবং বলা হয় পরবর্তী সময়ে একা আসতে। 

মহিলার আরও অভিযোগ, এর পরের দিনই তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে যান। কিন্তু অভিযুক্ত এলাকায় প্রভাবশালী হওয়ায় কোনও অভিযোগ নিতে চায়নি পুলিশ। অবশেষে তিন মাস পর হাইওয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপির কিষান মোর্চার প্রাক্তন সদস্য এবং অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার ওই নেতা। তিনি বলেন, ''আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমায় কালিমালিপ্ত করতে এই অভিযোগ আনা হয়েছে।''