আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইয়ে সম্প্রতি হাড়হিম করা ঘটনা ঘটেছে৷ এক নামকরা  স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তারই এক ছাত্রের উপর যৌন হেনস্থার দায়ে গ্রেপ্তার হয় শিক্ষিকা। শিশু সুরক্ষা (পকসো) আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর৷ ঘটনার কথা জানাজানি হতে হুলুস্থুল চারিদিক৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তারই স্কুলের এক ছাত্রকে দিনের পর দিন যৌন নির্যাতন করে ওই শিক্ষিকা। জোরপূর্বক তাকে মাতাল করে চলত তার উপর নির্যাতন। শেষমেশ ভুক্তভোগী তার পরিবারের কাছে শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ করলে ঘটনাটি প্রকাশ পায়। তৎক্ষণাৎ তরুণের পরিবার অভিযোগ দায়ের করে। অভিযুক্ত শিক্ষিকা স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নৃত্য শেখানোর সময় তরুণের সংস্পর্শে আসে। সূত্রের খবর, শিক্ষিকা তরুণকে মুম্বাইয়ের বিভিন্ন পাঁচতারা হোটেলেও নিয়ে যায়। এক বছরেরও বেশি সময় ধরে এই নির্যাতন চলে। শিক্ষিকা ২০২৩ সালের ডিসেম্বরে তরুণের সংস্পর্শে আসে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম যৌন সম্পর্ক হয়। 

খবর অনুসারে, একটা সময় পর থেকে তরুণ তার শিক্ষিকাকে বাধা দেয়। এড়িয়ে চলে। এমন সময়ে শিক্ষিকা তাকে রাজি করানোর জন্য তার এক মহিলা বন্ধুকে স্কুলে নিয়োগ করে। জানা গিয়েছে সে স্কুলের অংশ ছিল না। পুলিশ জানিয়েছে ওই মহিলা বন্ধুর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। 

ঘটনার প্রেক্ষিতে তরুণ মানসিক অবসাদে ভোগা শুরু করে৷ এরপর শিক্ষিকা তাকে 'অ্যান্টি ডিপ্রেস্যান্ট' ওষুধও দেয় বলে অভিযোগ। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ নেয় তরুণ। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা আচরণের পরিবর্তন লক্ষ্য করে  তার সঙ্গে কথা বলেন এবং সবটা জানতে পারেন৷ প্রথমে তাঁরা রিপোর্ট না করার সিদ্ধান্ত নেয়। তরুণ দ্রুত স্কুল পাশ হলে সে এর থেকে রেহাই পাবে। স্কুল ছেড়ে চলে আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।  

বর্তমানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ৷ এমন ঘটনা আরও কারোর সঙ্গে ঘটেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।