আজকাল ওয়েবডেস্ক: আনন্দের মুহূর্ত বেশিক্ষণ টিকল না। ছেলের কীর্তি হাতেনাতে ধরে ফেললেন বাবা। তারপরেই ঠাস ঠাস চড়, লাঠি দিয়ে উত্তম মধ্যম। কিন্তু কেন? মঞ্চে এক তরুণীর নাচ দেখে টাকা ওড়াচ্ছিল কিশোর। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও‌। ভিডিওতে দেখা গেছে, মঞ্চে কালো রঙের শাড়ি পরে এক তরুণী নাচ করছেন। মঞ্চের চারপাশে বহু দর্শক তারিয়ে তারিয়ে সেই নাচ উপভোগ করেছিলেন। আচমকা নীল রঙের জামা, হাফ প্যান্ট পরে এক কিশোর মঞ্চের সামনে এসে দাঁড়ায়। এরপর টাকার বান্ডিল তরুণীর হাতে তুলে দেয়। টাকা দেওয়ার পরেই তরুণীর সঙ্গে নাচতে শুরু করে সে। 

দৃশ্যটি দেখেই দর্শকদের ভিড়ের মধ্যে থেকে লাঠি হাতে তেড়ে আসেন কিশোরের বাবা। খপ করে ধরে ফেলেন ছেলেকে। মঞ্চের মধ্যে ছেলেকে বেধড়ক মারধর শুরু করেন। এই পরিস্থিতিতে আসন ছেড়ে অনেকেই ছুটে এসে ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তারপরেও তিনি শান্ত হননি। 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ওই কিশোর বাবার মার খেয়ে এলাকা ছেড়েই পালিয়ে যায়। সে সময়েও মঞ্চের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখেছেন। অনেকেই কিশোরের বাবাকে সমর্থন করলেও, কেউ কেউ আবার সমালোচনা করেছেন। একজনের কথায়, 'এভাবে টাকা ওড়ানো কি উচিত? তাও এই বয়সে! উচিত শিক্ষা পেয়েছে ছেলেটি।' আবার একজনের বক্তব্য, 'সর্বসমক্ষে এভাবে শাসন করার কোনও মানে নেই। নৃত্যশিল্পীর অমর্যাদাই হয়েছে!'