আজকাল ওয়েবডেস্ক: এ বিয়ে অনেককেই অনুপ্রেরণা যোগাবে। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। যা দেকে উদবুদ্ধ কানাডা নিবাসী পঞ্জাবের যুগল। ফলে বিয়ের আসর তাঁরা সাজিয়েছিলেন সবুজ মাঠে। আয়োজনও ছিল কৃষক ও কৃষি সম্পর্কিত।
বর দুর্লভ সিং এবং কনে হারমান কৌর বলেছেন যে, খোলা মাঠে তাঁদের বিয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত কৃষকদের আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়েই করা। ওই দম্পতির কথায়, "কৃষকরা সকলের অধিকারের জন্য বহু মাস ধরে দিল্লি সীমান্তে প্রতিবাদ করে আসছেন। তাদের সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করে এবং আমরাও তাদের সমর্থন করি। মানুষের নিজেদের শিকড় এবং জমির সঙ্গে যুক্ত থাকা উচিত, এই বার্তাই দিতে চেয়েছি আমাদের বিয়ের আয়োজনথেকে।"

বিয়ের জায়গা, সাজসজ্জা থেকে শুরু করে বিয়ের পোশাক, উপহার সবকিছুই - জমির সঙ্গে ওই দম্পতির সংযোগের প্রতিফলন। বিয়ের প্যান্ডেলটি ফসলের মাঝে গড়ে তোলা হয়েছিল এবং সাজসজ্জায় সবুজ গাছপালা, গমের প্রতীক বরের শেরওয়ানিতে খোদাই করা ছিল।
পরিবারটি বিয়েতে কৃষক স্লোগান দিয়ে তৈরি উপহারের বাক্সতে মধু বিতরণ করেছিল।

এই দম্পতি ঐতিহ্যবাহী প্রচোলিত রীতিও ভেঙে ফেলেছেন। কারণ কনে সোভাযাত্রা করে বিয়ের প্যান্ডেলে এসেছিলেন। বর অপেক্ষা করছিলেন কনের জন্য নিজের বাড়িতে। কনে হরমান কৌর বলেন, "আমি বিশ্বাস করি বিয়ের পর স্বামীর সবকিছুর উপর স্ত্রীর অধিকার রয়েছে, তাই আমি রীতি বদলেছি,  বরের বাড়িতে গিয়ে বিয়ে করার কথা ভেবেছি।"

এই দম্পতির যুবকদের কাছে একটি বার্তাও তুলে ধরেছেন। বলছেন যে, "আমরা মানুষকে তাঁদের শিকড়ে ফিরে যেতে এবং জমির সঙ্গে সংযোগ স্থাপন করতে অনুপ্রাণিত করতে চাই। সবকিছুর মধ্যে, কৃষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আমরা আমাদের বিয়ের উদযাপন তাঁদের সংগ্রামের জন্য উৎসর্গ করি।"