আজকাল ওয়েবডেস্ক: ডিনার সেরে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দম্পতি। বন্ধ ঘরে সারারাত চলেছে এসি। ঘুমের ঘোরে এসি বন্ধ করার কথা ভুলেও গিয়েছিলেন। সকালে উঠে দুই শিশুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেই হাসপাতালে ছুটলেন বাবা। তবে শেষরক্ষা হল না। হাসপাতালে মৃত্যু হল দুই খুদের। কীভাবে মৃত্যু হল তাদের? 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কুন্দ্রথুর এলাকায়। ১৩ নভেম্বর রাতে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দম্পতি। সকালে উঠেই দুই শিশুকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু হলেও, কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাদের। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, দুই শিশুর মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে। বিষ ঢুকে গিয়েছিল শরীরে। শ্বাস আটকে মারা যায় তারা। 

 

পুলিশ জানিয়েছে, যে ফ্ল্যাটে দম্পতি থাকেন, সেখানে গত কয়েকদিন ধরে ইঁদুরের উৎপাত শুরু হয়েছিল। ইঁদুর মারতে 'পেস্ট কন্ট্রোল’-এ খবর দেওয়া হয়। ‘পেস্ট কন্ট্রোল’ থেকে কর্মীরা এসে ঘরের কোণায় কোণায় ইঁদুর মারার গুঁড়ো বিষ ছড়িয়ে যান। সেগুলো ঘরের বাতাসে মিশে যায়। বন্ধ ঘরে এসি চলার পর সেগুলো আরও মিশে যায়। সেই ঘরেই ঘুমোচ্ছিল দুই শিশু। সেই বাতাস তাদের শরীরে ঢোকে। 

 

সকালে শ্বাস নিতে কষ্ট হয় দম্পতির। প্রতিবেশীদের খবর দিয়ে দুই সন্তানকে নিয়ে তড়িঘড়ি করে হাসপাতালে যান তাঁরা। সেখানে যাওয়ার পরেই দুই শিশুর মৃত্যু হয়েছে। দম্পতি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।