আজকাল ওয়েবডেস্ক: বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে (এসআইআর) তামিলনাড়ুর সঙ্গে যুক্ত করা মোটেই যুক্তিযুক্ত নয়। স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। রবিবার কংগ্রেস সাংসদ চিদাম্বরম দাবি করেন যে, দক্ষিণী রাজ্যটিকে সাড়ে ছয় লাখ নয়া ভোটাহরের অন্তর্ভুক্তি ঘটেছে। এই নয়া ভোটারদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। তাঁর ইঙ্গিত, পরিযায়ী শ্রমিকদের ভোটার তালিকায় ঢুকিয়ে কমিশন আসলে তামিলনাড়ুর 'নির্বাচনী চরিত্র' বদলের চেষ্টা করছে। চিদাম্বরমের দাবির পর পরই কমিশন জানিয়ে দেয় যে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরসংখ্যান 'মিথ্যা এবং বিভ্রান্তিকর'।
নির্বাচন কমিশন জানিয়েছে যে, "এসআইআর এখনও তামিলনাড়ুতে চালু হয়নি। তাই বিহারে এসআইআর-এর অনুশীলনকে তামিলনাড়ুর সঙ্গে সংযুক্ত করা অযৌক্তিক।" তামিলনাড়ুতে ৬.৫ লক্ষ ভোটারের তালিকাভুক্তির বিষয়ে "মিথ্যা পরিসংখ্যান" প্রচার করার জন্যও কংগ্রেসী সাংসদ চিদাম্বরমকে দুষেছে কমিশন।
কমিশনের দাবি, সংবিধানের ১৯(১)(ই) ধারা অনুসারে, দেশের সমস্ত নাগরিকের ভারতের ভূখণ্ডের যে কোনও অংশে বসবাস এবং বসতি স্থাপনের অধিকার রয়েছে। এতে বলা হয়েছে, "ভোটারদের এগিয়ে এসে তাদের যোগ্য নির্বাচনী এলাকায় নাম লেখানোর অধিকার রয়েছে।"
❌ The statements made are Misleading and Baseless#ECIFactCheck
— Election Commission of India (@ECISVEEP)
✅Read in detail in the image attached ???? https://t.co/gRVakP610s pic.twitter.com/gKU9a1gB0tTweet by @ECISVEEP
কী বলেছেন চিদাম্বরম?
বিহারের খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটার বাদ পড়েছে। সেই প্রসঙ্গ টেনে পি চিদাম্বরম বলেন, "এই ভোটারদের মধ্যে ৩৬ লক্ষকে স্থায়ীভাবে স্থানান্তরিত বা খুঁজে পাওয়া যায়নি বলে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, তামিলনাড়ুতে ৬.৫ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাঁদের অধিকাংশই বাইরের রাজ্য থেকে আগত শ্রমিক। এই ঘটনাকে আমি বেআইনি ও আশঙ্কাজনক মনে করছি। ওদের স্থায়ীভাবে স্থানান্তরিত বলা মানে শ্রমিকদের অপমান করা এবং তামিলনাড়ুর নাগরিকদের নিজেদের সরকার বেছে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা।"
চিদাম্বরম নির্বাচন কমিশনের ক্ষমতার অপব্যবহারের দাবি করেছেন। প্রশ্ন তুলেছেন যে, কেন একজন পরিযায়ী শ্রমিক বিহার বা তাদের নিজ রাজ্যে ফিরে গিয়ে সংশ্লিষ্ট রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেবেন না? তিনি বলেন, "ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য একজন ব্যক্তির একটি স্থায়ী এবং বৈধ বাসস্থান থাকতে হবে। পরিযায়ী শ্রমিকের বিহারে (অথবা অন্য কোনও রাজ্যে) এই ধরণের বাসস্থান রয়েছে। তাহলে তামিলনাড়ুতে কীভাবে তাদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করা যেতে পারে?"
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, "যদি পরিযায়ী শ্রমিকের পরিবারের বিহারে স্থায়ী বাড়ি থাকে এবং তারা বিহারে বাস করে, তাহলে কীভাবে অভিবাসী শ্রমিককে তামিলনাড়ুতে 'স্থায়ীভাবে অভিবাসী' হিসেবে বিবেচনা করা যেতে পারে?" তিনি আরও বলেন।
চিদাম্বরম জোর দিয়ে বলেন যে, নির্বাচন কমিশন কর্তৃক ক্ষমতার এই অপব্যবহারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি লড়াই করতে হবে।
