আজকাল ওয়েবডেস্কঃ অফিসে ছুটি চান? কিন্তু হাজার অনুরোধের সত্ত্বেও ম্যনেজার বারবার খারিজ করে দিচ্ছেন। এই পন্থা মানলেই আপনার ছুটি নিশ্চিত। হয়তো উপায়টি এমনই কাজ দিতে পারে, যে ম্যনেজার নিজে ডেকে আপনাকে ছুটি দেবেন। জেনে নিন কী সেই উপায়।

আইটি কোম্পানির কর্মীদের ছুটি পেতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়। সেই সকল কর্মীদের কথা মাথায় রেখেই অভিনব উপায় বার করলেন এক তরুণী। পেশায় তিনি মেকআপ-আর্টিস্ট। তরুণীর সেই মেকআপের দক্ষতাই কামাল করে দিল। এমনভাবে তরুণী নিজেই নিজের গালে মেকআপ করলেন, যেন মনে হচ্ছে কোনও বড়সড় দুর্ঘটনার শিকার তিনি। মেকআপের সাহায্যে নিজের দুই গালে এবং কপালে এমনভাবে আঘাতের চিহ্ন তৈরি করলেন তিনি, যা দেখতে অবিকাল আসল আঘাতের চিহ্নের মতো। আর অফিস থেকে ছুটি নিতে এই উপায়টি দর্শকদের কাজে লাগতে বলেও জানান ওই তরুণী। 

ভিডিওতে মেকআপ করার সময় তরুণী বলেন, ''যাঁদের অফিসে ছুটি পেতে সমস্যা হয়। এই ভিডিওটি বিশেষ করে তাঁদের জন্য।" ভিডিওটি যেন কোনওভাবেই আইটি কোম্পানির ম্যানেজারদের নজরে না আসে সেই দিকেও দর্শকদের লক্ষ্য রাখতে বলেছেন ওই তরুণী। 

ভিডিওর শেষে তরুণী অভিনয় প্রদর্শন করে দেখালেন, আঘাত নিয়ে কীভাবে নেটিজেনরা ম্যানেজারের কাছে ছুটি চাইবেন। সেখানেই দেখা গেল তরুণী তাঁর সঙ্গে হওয়া দুর্ঘটনার কথা জানাতেই বস তাঁকে ছুটি নেওয়ার অনুমতি দিয়ে দিলেন। 

ইতিমধ্যেই সমাজমাধ্যমে তরুণীর এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে মিশ্র প্রতিক্রিয়া এসেছে, একব্যক্তি ওই তরুণীকে ‘নির্বোধ’ বলে মন্তব্য করেছেন। আরও এক ব্যক্তি নেটিজনদের পরামর্শ দিয়ে লিখেছেন, কর্মক্ষেত্রে কখনও শরীর খারাপের বাহানা দিয়ে ছুটি না নিতে।