আজকাল ওয়েবডেস্ক: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ দীর্ঘদিনের। সবজির দাম আকাশ ছোঁয়া, আর তারমাঝেই যে ঘটনা প্রকাশ্যে এসেছে, তাতে তাজ্জব নেটিজেনরা।

 

 

একটি ভিডিওতে দেখা গিয়েছে, বাজারে এবার সিমেন্টের তৈরি রসুন। রসুন রান্নায় ব্যবহৃত, অতি প্রয়োজনীয়। তবে তা এবার ভেজাল নয়, একেবারে অন্য দ্রব্য দিয়ে তৈরি! দূর থেকে দেখলে সেটি নকল বলে বোঝার উপায় নেই। পাশাপাশি আসল এবং সিমেন্টের রসুন রাখলে বুঝতে পারবেন না ক্রেতা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অলোকা জেলায়। 

 

একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমজামাধ্যমে। তাতে দেখা গিয়েছে, পাশাপশি দুটি রসুন। একটি আসল। আর একটিও অসলের মতোই দেখতে। কিন্তু রসুনকে উল্টে পাল্টে দেখলেই বোঝা যাচ্ছে, তা তৈরি হয়েছে সিমেন্ট দিয়ে।

 

 

 জনৈক ব্যক্তি দুটি রসুনকে পাশাপাশি রেখে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করেছেন। ওয়াকিবহাল মহলের মতে, রসুনের দেশজুড়ে আকাশ ছোঁয়া দাম। সেই কারণেই চোখে ধুলো দিয়ে বাজারে সিমেন্টের রসুন।