আজকাল ওয়েবডেস্ক: ফয়সালাবাদের মালিকপুরা মহল্লায় ১৫ বছরের এক গৃহকর্মীকে পাঁচদিন ধরে আটজন ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর মায়ের দায়ের করা এফআইআরে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি তিনি তাঁর মেয়েকে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজে পাঠান। পরবর্তীতে সেই মহিলা তাঁর মেয়েকে অন্যদের কাছে বিক্রি করে।
এফআইআরে উল্লেখ করা হয়েছে, ৩ থেকে ৮ মার্চ পর্যন্ত আটজন ব্যক্তি মেয়েটিকে ধর্ষণ করে এবং এই ঘটনার ভিডিও করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। ৯ মার্চ মেয়েকে দেখতে গেলে পুরো ঘটনা মাকে জানায় মেয়েটি। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা নিরীহ মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করে থাকে।
সিটি পুলিশের মুখপাত্র জানান, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে।
