আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তনের পর এবার বর্তমান, ভোটার আইডি নিয়ে বড় ফাঁপড়ে বিজেপি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। তাঁর কাছে পৌঁছল নির্বাচন কমিশনের নোটিশ। উপ-মুখ্যমন্ত্রীর দু'টি ভোটার কার্ড থাকা এবং দু'টি স্থানে ভোটার হিসেবে নাম নথিভুক্ত হওয়ার অভিযোগে নোটিশ জারি করেছে কমিশন।
বিহারে এসআইআর ঘিরে বিতর্ক তুঙ্গে। খসড়া ভোটার তালিকা থেকে লাখ লাখ মানুষের নাম বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের সহায়তার কেন্দ্র বিহারে এনআরসি করছে বলে অভিযোগ বিরোধীদের। এই পরিস্থিতিতে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব দাবি করেছিলেন, সংশোধিত ভোটার তালিকায় তাঁর নাম নেই! কীভাবে লড়বেন নির্বাচনে? পাল্টা প্রমাণ দিয়েছিল নির্বাচন কমিশনও। তখনই বেরিয়ে এসেছিল যে তেজস্বী যাদবের কাছে দু'টি ভোটার কার্ড আছে, যার নম্বর ভিন্ন। এই নিয়ে বিস্তর জলঘোলাও হয়।
এবার মহা ফ্যাসাদে বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। রবিবার তেজস্বী যাদব দাবি করেন, বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজয় কুমান সুনহারও দু'টি ভোটার আইডি কার্ড রয়েছে। ভোটার হিসাবে তাঁর নাম দুই জায়গায় নথিভুক্ত রয়েছে। তেজস্বী জানান, উপ-মুখ্যমন্ত্রীর নাম পাটনা জেলার লক্ষ্মীসরাই বিধানসভা কেন্দ্র এবং বাঁকিপুর বিধানসভা কেন্দ্র- উভয়তেই রয়েছে। সেই সঙ্গেই এসআইআর-এর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন লালু-পুত্র তেজস্বী।
আরও পড়ুন- ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের! সতর্ক কেন্দ্র
প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর অভিয়োগের পর পরই জবাব দিয়েছিলেন বর্তমান উপ-মুখ্যমন্ত্রী। বিজয় কুমার সিনহা বলেছিলেন, "আমি এক জায়গা থেকেই ভোট দিই। গতবারও তাই করেছিলাম। আগে আমার ও পরিবারের নাম বাঁকিপুর আসনে নথিভুক্ত ছিল। ২০২৪ সালের এপ্রিল মাসে আমি লক্ষ্মীসরাই বিধানসভা কেন্দ্র নাম স্থানান্তরিতর করার আবেদন জানাই। কোনও কারণে বাঁকিপুর থেকে আমার নাম বাদ যায়নি। জঙ্গলরাজের রাজপুত্র (তেজস্বী যাদব) ভুয়ো তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মিথ্যা অভিযোগ আনার জন্য ওঁকে ক্ষমা চাইতে হবে।"
বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসতেই উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। কেন তার দু'টি ভোটার আইডি কার্ড আছে? তার জবাব দিতে বলা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই-কে কমিশনের একজন আধিকারিক জানিয়েছেন।
