আজকাল ওয়েবডেস্ক: কেরালা সরকারের অনুরোধে চলমান ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়াল ভারতের নির্বাচন কমিশন। এখন ১১ ডিসেম্বর নয়, বরং ১৮ ডিসেম্বর পর্যন্ত ভোটাররা নাম অন্তর্ভুক্তি, ঠিকানা বদল, তথ্য সংশোধনসহ প্রয়োজনীয় ফর্ম জমা দিতে পারবেন।

এই সিদ্ধান্ত এসেছে সুপ্রিম কোর্টে কেরালার বিধায়ক পি. কে. কুঙ্খালিকুট্টির করা একটি মামলার পর। তিনি বলেন, স্থানীয় পঞ্চায়েত ও নগর নির্বাচনের সঙ্গে একই সময়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলায় বিভ্রান্তি এবং প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। এই যুক্তি বিবেচনা করে সুপ্রিম কোর্ট কেরালা সরকারকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সময় বাড়ানোর জন্য নির্দেশ দেয়।

নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, কেরালার মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচন আধিকারিক বিষয়টি ব্যাখ্যা করায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেরালায় মোট ২,৬৫,৩৪,০২১টি এনুমারেশন ফর্ম জমা পড়েছে, যা লক্ষ্যসংখ্যার ৯৫.২৭ শতাংশ। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যেখানে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চলছে, তার মধ্যে কেরালায় জমা পড়ার হার দ্বিতীয়-নিম্ন। সবচেয়ে কম হার উত্তরপ্রদেশে—মাত্র ৯১.৯৮ শতাংশ।

অন্যদিকে, কেরালায় মোট বিতরণ করা হয়েছে ২,৭৭,০৯,২৮৬টি ফর্ম, যা লক্ষ্যসংখ্যার প্রায় ৯৯.৫ শতাংশ।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কেরালায় স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ এবং ১১ ডিসেম্বর। এর পর ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। দাবি ও আপত্তি জানানো যাবে আগামী বছরের ২২ জানুয়ারি পর্যন্ত এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২১ ফেব্রুয়ারি ২০২৬।

রাজ্য সরকার মনে করছে, সময়সীমা বৃদ্ধির ফলে যারা এখনও ফর্ম জমা দিতে পারেননি বা নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে চান, তাদের জন্য প্রক্রিয়া সহজ হবে এবং প্রশাসনের চাপও কিছুটা কমবে।