আজকাল ওয়েবডেস্ক: ফাঁকা বাড়িতে একাই ছিল আট বছরের নাবালিকা। বাবা-মা না থাকায় নাবালিকার সঙ্গে গল্প করতে এসেছিল পাশের বাড়ির দাদা। তখনই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। প্রতিবেশীদের অভিযোগ পেয়ে অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড জেলায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় নাবালিকা বাড়িতে একা ছিল। সে সময় ১৭ বছরের প্রতিবেশী কিশোর তার সঙ্গে গল্প করতে আসে। তখনই তাকে ধর্ষণ করে সে। নাবালিকার চিৎকারের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। 

 

চিৎকারের শব্দ শুনেই ঘরের মধ্যে ঢোকেন‌ প্রতিবেশীরা। হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্ত কিশোরকে। তখনই পুলিশে খবর দেওয়া হয়।‌ দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কিশোরকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। 

 

পুলিশ আরও জানিয়েছে, নাবালিকার মেডিক্যাল টেস্ট করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিতা নাবালিকার বয়ান রেকর্ড করে তদন্ত শুরু করবে তারা।