আজকাল ওয়েবডেস্ক: মদ খেতে সকলেই পছন্দ করে। তবে ভারতের আটটি রাজ্য এমন রয়েছে যেখানে মহিলারা বেশি পরিমানে মদ খেতে পছন্দ করেন। সেখানে জেন এক্স থেকে শুরু করে জেন জেড সকলেই মদের প্রতি আসক্তি।


অরুণাচল প্রদেশের মহিলারা প্রচুর মদ খেতে পছন্দ করেন। এখানকার ২৪ শতাশ মহিলা মদ খান। এখানকার সভ্যতা-সংস্কৃতি মদকে মহিলাদের কাছে বেশি করে নিয়ে গিয়েছে। এমনকি ঘরে অতিথি এলেও এরা মদ দিয়েই তাকে আপ্যায়ন করেন।


সিকিমের মাটিতে ১৬.২ শতাংশ মহিলা মদ খেতে পছন্দ করেন। এখানে মদের বিক্রি অনেক বেশি। এখান থেকে মদ তৈরি করা হয়। ফলে এখানকার মহিলারা অনেক বেশি মদ খেতে পছন্দ করেন।


অসমের মহিলারা মদ খেতে পছন্দ করে থাকেন। এখানকার ৭.৩ শতাংশ মহিলা মদের প্রতি আসক্ত। এখানকার মহিলারা হুইস্কি খেতে বিশেষ পছন্দ করেন।


তেলেঙ্গানার মহিলারা অনেক বেশি মদ খেতে পছন্দ করেন। এখানকার ৬.৭ শতাংশ মহিলারা মদ না খেয়ে থাকতে পারেন না। এমনকি এখানকার গ্রামের মহিলারা বেশি পরিমানে মদ খেয়ে থাকেন।


ঝাড়খণ্ডের ৬.১ শতাংশ মহিলারা মদ খেতে পছন্দ করেন। এখানকার প্রতিটি বাড়িতে বসে মদের আসর। মহিলারা পুরুষদের সঙ্গে বসে মদ খেতে ভালবাসেন।


আন্দামান নিকোবার দ্বীপের মহিলারাও মদ খেতে পছন্দ করে থাকেন। এখানকার ৫.০ শতাংশ মহিলারা মদ খেতে পছন্দ করেন। এখানকার উপজাতির মহিলারা মদ খেতে সারাদিনের কাজ করেন।


ছত্তিশগড়ের ৪.৯ শতাংশ মহিলারা মদের প্রতি আসক্ত। এখানে হুইস্কি এবং ভদকা সবথেকে বেশি বিক্রি হয়ে থাকে। প্রতিটি উৎসবেই এখানে মদের চাহিদা বেশি থাকে। 


তবে একটা বিষয় মনে রাখবেন মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এরফলে লিভার, কিডনি নষ্ট হয়ে যায়। নানা ধরণের হার্টের অসুখের প্রধান কারণ হল মদ। মদ খেলে মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং পরে তা নানা রোগের জন্ম দেয়। তাই একে বর্জন করাই উচিত।