আজকাল ওয়েবডেস্ক: সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য ইদ-উল-ফিতর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবটি রমজান মাসের সমাপ্তি এবং শাওয়াল মাসের প্রথম দিনে পালিত হয়। যা ইসলাম ক্যালেন্ডারের (হিজরি) দশম মাস। ইদের সঠিক তারিখ চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয়। তাই, চাঁদ দেখার উপর নির্ভর করে সাধারণত বিশ্বজুড়ে বিভিন্ন দিনে এই উৎসব পালিত হয়। ভারতে, এই বছর ইদ সম্ভবত ৩০ মার্চ (রবিবার) অথবা ৩১ মার্চ (সোমবার) পালিত হওয়ার সম্ভাবনা বেশি। কেন্দ্রীয় সরকারের ছুটির ক্যালেন্ডার অনুসারে, ২০২৫ সালের ইদ ৩১ মার্চ, সোমবার পড়বে।

ইদ-উল-ফিতর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এক মাসের রোজা পালনের সমাপ্তি। সারা বিশ্বের মুসলিমরা দ্বারা পালন করা হয়। এই উৎসবটি প্রার্থনা, দান এবং প্রিয়জনদের সঙ্গে উদযাপনের মাধ্যমে অতিবাহিত হয়। ওই দিন মুসলিম পরিবারগুলিতে বেশ কিছু সুস্বাদু খাবার তৈরি করা হয় এবং পরিবার এবং বন্ধুদের মধ্যে উপহার এবং শুভেচ্ছা বিনিময় করা হয়। ইদের দিনে  মুসলিম সম্প্রদায়ের মানুষদের দান খয়রাতি এবং সুবিধাবঞ্চিতদের খাদ্য, পোশাক এবং অর্থ প্রদান করা বাধ্যতামূলক। দান খয়রাতির এই রীতি 'যাকাত' নামে পরিচিত এবং এটি ইসলাম ধর্মের অন্যতম নীতি। ঈদ-উল-ফিতরে, মুসলিমদের ইদের নামাজ পড়ার আগে 'যাকাত' আদায় করা বাধ্যতামূলক।

সৌদি আরব, আরব আমিরশাহি, মিশর, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের সব দেশগুলি ইদ পালনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সৌদি আরবে ১ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছিল। সেই অনুযায়ী, ৩০ অথবা ৩১ মার্চ ইদ পালন করা সম্ভাবনা রয়েছে। নির্ভর করছে চাঁদের দেখা মিলবে যে দিন। আরব আমিরশাহিতে সরকারি ছুটির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। যদি পবিত্র রমজান মাস ৩০তম দিনে শেষ হয়, তাহলে ছুটি ২ এপ্রিল, বুধবার পর্যন্ত বাড়ানো হবে।