আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের দামোহ জেলার ডিম বিক্রেতা প্রিন্স সুমান এবং উত্তরপ্রদেশের আলিগড়ের জুস বিক্রেতা মোহাম্মদ রহিস চরম হতাশায় ভেঙে পড়েছেন। কারণ জানলে চমকে উঠবেন! এই সামান্য বিক্রেতাদের  নামে আয়কর বিভাগ থেকে কোটি টাকার আয়করের নোটিশ পাঠানো হয়।

প্রিন্স সুমান, যিনি দামোহ জেলার পাঠরিয়া নগরে একটি ঠেলায় ডিম বিক্রি করেন, তিনি জানিয়েছেন যে, তাঁর নামে ৫০ কোটি টাকার একটি ব্যবসা চালানোর অভিযোগ করা হয়েছে। তাঁর নোটিশ অনুযায়ী ৬ কোটি টাকা জিএসটি বকেয়া। সুমান বলেন, "আমি কখনো দিল্লি যাইনি, কীভাবে সেখানে কোম্পানি খুলব?" তাঁর পরিবার এবং আইনজীবী ধারণা করছেন, তাঁর ব্যক্তিগত নথি প্রতারণার মাধ্যমে ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, উত্তরপ্রদেশের আলিগড়ে মহম্মদ রহিস, যিনি জুস বিক্রি করেন, তাঁর নামে ৭.৫ কোটি টাকার আয়কর নোটিশ এসেছে। রহিস জানিয়েছেন, "আমি কখনো এত টাকা দেখিনি। আমি শুধুই জুস বিক্রি করি। এই ধরনের মিথ্যা মামলায় আমাকে জড়ানো ঠিক নয়।"

উভয় পরিবারের দাবি, তাঁরা ন্যায়বিচার চান এবং সরকার তাঁদের সাহায্য করবে বলে আশা করছেন।