আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর কিছু বেসরকারি কলেজে গোপনভাবে অর্থের বিনিময়ে চলছে সিট বুকিং৷ সিট ব্লকিং কেলেঙ্কারির অভিযোগ ওঠে বিভিন্ন কলেজের বিরুদ্ধে৷ চলছে গোপন অর্থ পাচার। তদন্তের অংশ হিসেবে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে।  সরকারি সূত্রে এমনটাই খবর৷ 

সুত্র মারফত, বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজের তল্লাশি চলছে৷ এর মধ্যে পড়ছে বিএমএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, আকাশ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং নিউ হরাইজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের মতো কলেজ প্রাঙ্গণ। বিএমএসের ট্রাস্টি এবং তাদের প্রধান সহযোগীদের পাশাপাশি কিছু শিক্ষা পরামর্শদাতা এবং এজেন্টদেরও তল্লাশি করা হয়েছে৷ 

মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে ফেডারেল তদন্ত সংস্থার বেঙ্গালুরু জোনাল ইউনিট তদন্তটি পরিচালনা করছে। উল্লেখযোগ্য তথ্য এখনও পাওয়া যায়নি। বর্তমানে তল্লাশি জারি রয়েছে৷