আজকাল ওয়েবডেস্ক: কেরলের কোল্লাম জেলার একটি মন্দির উৎসবে সিপিএম-এর যুব শাখা ডিওয়াইএফআই (DYFI) পতাকা প্রদর্শন এবং সিপিআই(এম)-কে মহিমান্বিত করা গান পরিবেশন করার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন ত্রিবাঙ্কোর দেবস্বম বোর্ডের সভাপতি পি.এস. প্রশান্ত।
প্রশান্ত জানান, মন্দিরের ভিতরে কোনো রাজনৈতিক প্রতীক বা পতাকা প্রদর্শন করা আদালতের নির্দেশে নিষিদ্ধ এবং দেবস্বম বোর্ডের আওতাধীন সমস্ত মন্দিরে এই মর্মে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে, উৎসব পরিচালনা কমিটির বিরুদ্ধে নোটিশ ইস্যু করা হয়েছে এবং সতর্কতা তদন্ত শুরু হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গত সপ্তাহে পেরুমবাভুরের একটি মন্দিরে আরএসএস ড্রিল পরিচালনার অভিযোগে একই রকম সতর্কতা পদক্ষেপ নেওয়া হয়েছিল। বোর্ডের অবস্থান স্পষ্ট যে, মন্দিরে কোনো রাজনৈতিক কার্যকলাপ বা প্রতীক প্রদর্শনের অনুমতি নেই।
বোর্ডের সদস্য এ. অজিকুমার জানান, ১৯ মার্চ বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে এই বিষয়ে আলোচনা করা হবে।
