আজকাল ওয়েবডেস্ক: পুরীর মন্দিরের উপর চক্কর কাটল রহস্যময় ড্রোন! রবিবার ভোর ৪টে ১০ নাগাদ ড্রোনটিকে জগন্নাথ মন্দিরের উপর উড়তে দেখা গিয়েছে। এলাকাটি একটি নো-ফ্লাইং জোন। সেখানে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। এরপরও কীভাবে মহাপ্রভু জগন্নাথদেবের মন্দিরের উপরে ড্রোন এল তা নিয়েই রহস্য দানা বেঁধেছে। প্রশ্নের মুখে প্রাচীন মন্দিরের নিরাপত্তা। তদন্তে নেমেছে পুলিশ। পুরীর পুলিশ সুপারের নেতৃত্বে তৈরি করা হয়েছে অনুসন্ধানকারী দল।
ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, "মন্দিরের উপর দিয়ে ড্রোন ওড়ানো বেআইনি এবং গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি নিরাপত্তা লঙ্ঘন করবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।" তিনি জানিয়েছেন, পুরীর পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত দল ঘটনার তদন্ত শুরু করেছে। মন্ত্রীর আশা, দোষী ব্যক্তিকে চিহ্নিত করা যাবে এবং ড্রোনটিকেও বাজেয়াপ্ত করা হবে।
ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে মন্দির চত্বরে থাকা ওয়াচটাওয়ারে সর্বক্ষণের জন্য পুলিশ মোতায়েন রাখার কথা জানিয়েছেন মন্ত্রী। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন কথায়, "মনে হচ্ছে ভ্লগাররা মন্দিরে ড্রোন উড়িয়েছেন। কিন্তু এর নেপথ্যে কোনও খারাপ উদ্দেশ্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।"
