আজকাল ওয়েবডেস্ক: একটিমাত্র হোয়াটসঅ্যাপ কেড়ে নিল ১৩ লক্ষ টাকা। ৫৭ বছরের ডিআরডিও কর্মীর এবার মাথায় হাত। তিনি পুনেতে থাকেন। কেওয়াইসি স্ক্যামের শিকার হলেন তিনি। নিমেষের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ১৩ লক্ষ টাকা।

 


প্রতারকরা তার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিয়েছিল। সেখানে তার ব্যাঙ্কের কেওয়াইসি দ্রুত আপডেট করতে বলে। তবে তিনি বুঝতে পারেননি যে সেই মেসেজেই লুকিয়ে ছিল প্রতারকদের জাল। সেটিকে হাত দিতেই তার ফোনের সমস্ত তথ্য চলে যায় প্রতারকদের হাতে। এরপর তার ব্যাঙ্ক থেকে ১৩ লক্ষ টাকা সরিয়ে নিতে বেশি সময় নেয়নি তারা। 

 


পুনের ইয়েরাওয়াড়া পুলিশ স্টেশনে এরপর এফআইআর দায়ের করেন ওই ব্যক্তি। তিনি সেখানে জানান এক ব্যক্তি তার সঙ্গে ফোনে যোগাযোগ করে বলে যে তিনি ব্যাঙ্কের কর্মী। দ্রুত তার কেওয়াইসি আপডেট করতে হবে। এরপর সেই ব্যক্তি তার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠায়। সেটিতে ক্লিক করতেই সর্বনাশ। খোয়া গেল ১৩ লক্ষ টাকা। 


পুলিশ জানিয়েছে যে সময় তিনি ওই লিঙ্কে ক্লিক করেন সেইসময় তার ব্যাঙ্কের নথি প্রতারকের কাছে চলে যায়। এমনকি ব্যাঙ্কের ওটিপি-ও চলে যায় প্রতারকের কাছে। যেখান থেকে টাকা সরিয়ে নিতে তার বেশি অসুবিধা হয়নি। 


সাইবার ফ্রড থেকে রুখতে যেসব কাজগুলি সবার আগে করা দরকার সেগুলি হল,

 


অজানা লিঙ্কে ক্লিক বা ফাইল ডাউনলোড করবেন না। জরুরি কারণ হলেও যাচাই করে নিন সেই লিঙ্ক সম্পর্কে। 


ব্যাঙ্ক থেকে কোনও মেসেজ এলে আগে সেটিকে যাচাই করে নিন। প্রয়োজনে ব্যাঙ্ক গিয়ে যোগাযোগ করুন।


যদি ফোনে হঠাৎ করে ওটিপি চলে আসে তাহলে সতর্ক হয়ে যান। এটি প্রতারকদের নতুন ছক হতে পারে। 


একমাত্র বিশ্বাসযোগ্য জায়গা থেকেই অ্যান্টিভাইরাস সফটওয়াল ডাউনলোড করুন। যেকোনও জায়গা থেকে নয়।