আজকাল ওয়েবডেস্ক: মহিলার ভোটারদের প্রতি বিশেষ আহ্বান করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মহিলা ভোটারদের প্রতি কেজরি বলেন, যদি স্বামীরা মোদির নামজপ করেন তবে তাঁদের রাতে খেতে দেবেন না। বিজেপিকে সরাতে আপের বিকল্প নেই বলেও এদিন ফের একবার জানিয়ে দেন কেজরিওয়াল। বাড়ির মহিলাদের কেজরি বলেন, স্বামীদের বলুন কেজরিওয়াল বিদ্যুৎ বিনামূল্যে করে দিয়েছে। এবার মহিলাদের এক হাজার টাকা করে দেবে কেজরি সরকার। কিন্তু বিজেপি কী করেছে ? কেন বিজেপিকে ভোট দেওয়া হবে ? প্রসঙ্গত, বিগত বাজেটে দিল্লির সরকার ১৮ বছর থেকে সমস্ত মহিলাদের জন্য ১ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুকরণে এবার এই বিশেষ প্রকল্প ঘোষণা করেছে কেজরি সরকার।
