আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে এখনও উত্তাল গোটা দেশ। প্রতিবাদে সরব দেশের চিকিৎসকরা। অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তারা। এবার অভিনব প্রতিবাদের আহ্বান করল দিল্লির রেসিডেন্ট চিকিৎসকরা। স্বাস্থ্যমন্ত্রকের ভবনের সামনে ওপিডি পরিষেবা দেওয়ার কথা এবার তারা ঘোষণা করলেন।
সোমবারই দিল্লির নির্মাণ ভবনের সামনে বেশ কয়েকজন চিকিৎসক থাকবেন। রোগীদের চিকিৎসা করবেন এই চিকিৎসকরা। এদের সকলের দাবি, আন্দোলনের পরও মিলছে না সুবিচার। ফলে প্রতিবাদের নতুন দিক বেছে নিলেন তাঁরা।
অন্যদিকে আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূটড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলা শুনবে। মঙ্গলবার তিন বিচারপতির বেঞ্চে এই মামলা শোনার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ৮ আগস্ট, নাইট শিফটে তরুণী চিকিৎসকর ছিলেন। পরদিন সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ধর্ষণ ও খুন করা হয়েছে বলেই অভিযোগ ওঠে। তদন্তে নেমে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। ১২ আগস্ট এই ঘটনা যায় কলকাতা হাই কোর্টে। চারটি জনস্বার্থ মামলা করা হয়। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। অভিযুক্ত সঞ্জয়কে নিজেদেরে হেপাজতে নিয়েছে সিবিআই। চলছে জিজ্ঞাসাবাদের পালা। এছাড়া আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও টানা তিনদিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তবে ধৃত সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি।
