আজকাল ওয়েবডেস্ক: এক চিকিৎসকের বিরুদ্ধে ৫ বছর বয়সী এক শিশুকে সিগারেট খাওয়াতে উৎসাহ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে ওঠে।

ঘটনাটি কেন্দ্রীয় স্বাস্থ্য কেন্দ্র, কুঠৌন্দ-এর চিকিৎসক ড. সুরেশ চন্দ্রর সঙ্গে জড়িত। ভিডিওতে দেখা যায়, তিনি একটি ছোট ছেলেকে সিগারেট মুখে দিতে বলেন এবং পরে সেটি জ্বালিয়ে তাকে বারবার টান দিতে বলেন। শিশুটি তখন ভীত ও বিভ্রান্ত দেখায়।

জেলা মুখ্য চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ড. নরেন্দ্র দেব শর্মা জানান, ২৮শে মার্চ ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়। এর পরপরই ড. সুরেশ চন্দ্রকে জেলা সদর দপ্তরে বদলি করা হয়েছে।

তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত সিএমও ড. এস.ডি. চৌধুরীকে। তার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন রাজ্য সরকারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ড. শর্মা বলেন, “এই ধরনের ঘটনা জেলায় বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে যাতে এমন কিছু না ঘটে, সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।”

এই ঘটনায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেটমাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের প্রকাশ ঘটেছে।