আজকাল ওয়েবডেস্ক: সরকারি চাকরি পেতে দিনরাত এক করে দেন অনেকেই। এই চাকরির পরীক্ষায় প্রতিযোগিতা এতটাই বেশি তারপরেও শিঁকে ছেড়ে না অনেকের। কিন্তু এমন কয়েকজন আছেন যাঁরা চাকরির পেয়ে কোনও পদে বসলে সেই পদের অপব্যবহার করার চেষ্টা করেন। অনেকে ধরা পড়েন এবং চাকরি থেকে বরখাস্তও করা হয় এবং বিভাগীয় তদন্তও করা হয় তাঁদের বিরুদ্ধে। এই রকমই একটি ঘটনা সামনে এল উত্তরপ্রদেশে। চাকরির প্রথম দিনেই ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক মহিলা আধিকারিক। তাঁর ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
উত্তরপ্রদেশের শামলী জেলার ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে, নিধি পান্ডে নামক ওই ড্রাগ ইনস্পেক্টর একটি ওষুধের দোকানে তল্লাশি চালচ্ছেন। কিছু ওষুধে গড়বড় ধরা পড়ে তাঁর চোখে। সেই গণ্ডগোল ঢাকতে দোকানির কাছে ঘুষ চেয়ে বসেন নিধি। ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে দ্রুত। এরপরেই তাঁকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে।
ALL women are goddesses as per gynocentric Indian society.
— The Professor (@Rads0071)
Meet drug inspector Nidhi Pandey who was on her very first posting in Shamli district.
In the video, She demands bribes and threatens small shop owners in exchange for approvals & certificates.
She was suspended after… pic.twitter.com/ePVcT8nHD5Tweet by @Rads0071
ভিডিওটিতে নিধিকে বলতে শোনা গিয়েছে, ''দরদাম করবি না। দোকান চালাতে পারবি না। যদি দোকান চালাতে চাস তো যে টাকা চাইছি তা দিয়ে দে। নইলে সোজা এফআইআর হবে। এবার তোর ব্যাপার তুই কী করবি।''
নিধির বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি দোকানে এরকম ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। নিধি ২০১০-২০১২ সাল অবধি এম. ফার্মা নিয়ে পড়াশুনা করেন। এর পর বেশ কয়েকটি সংস্থায় কাজ করেছেন। ২০২২ সালে তিনি ড্রাগ ইনস্পেক্টর পদে চাকরি পান।
