আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায় নিতেই আবহাওয়ার ভোলবদল। অক্টোবরের শুরু থেকেই দেশজুড়ে বদলাতে শুরু করেছে আবহাওয়া। কোথাও একটানা তুষারপাত। কোথাও আবার এখনও চড়া রোদে অস্বস্তি। আবার কোথাও এখনও তুমুল বৃষ্টিতে চরম ভোগান্তি। দীপাবলিতে দেশজুড়ে আবহাওয়া কেমন থাকবে? কোন কোন রাজ্যে বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিল হাওয়া অফিস। 

 

ভারতের মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে আগামী ৪৮ ঘণ্টায়। ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এই গভীর নিম্নচাপের জেরে একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে।  

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণাবর্তের জেরে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের দক্ষিণ ভাগ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পুদুচেরি ও লাক্ষা দ্বীপেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

 

হাওয়া অফিস জানিয়েছে, রবিবাসরীয় সকালে দিল্লি কুয়াশাচ্ছন্ন ছিল। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামে কুয়াশার দাপট থাকবে আগামী কয়েকদিন। আগামী তিন দিন দিল্লি এনসিআর-এ ভোরে কুয়াশা, দিনভর ধোঁয়াশার দাপট থাকতে পারে। ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকবে দিল্লিতে। দীপাবলির আগেই দিল্লির বাতাসের গুণগত মান, একিউআই ২০০-র উপরে রয়েছে। একটানা 'খারাপ' পর্যায়েই থাকতে পারে একিউআই। দীপাবলির পরে বাতাসের গুণগত মানের আরও অবনতি হতে পারে। 

 

আরও পড়ুন: আর কিছুক্ষণ, ৬ জেলায় ঝেঁপে বৃষ্টি! রবিবাসরীয় সকাল থেকে শুরু ভোগান্তি, কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

 

মৌসম ভবন আরও জানিয়েছে, আগামী সাতদিন তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরব সাগরের উপরেও নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। যা ক্রমেই উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আরও শক্তিশালী হতে পারে। যার জেরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে।

 

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। আগামী দু'দিন উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকায়। তিন রাজ্যেই তাপমাত্রার পারদ নামবে হু হু করে। সমতলেও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হতে পারে। 

 

গত বৃহস্পতিবার থেকে একটানা ভারী বৃষ্টির জেরে কেরল, মাহে, তামিলনাড়ুতে বন্যা, ধস ও নীচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। ফলে দীপাবলির আনন্দ মাটি হতে পারে এই দুর্যোগের আবহে। কেরলে ইতিমধ্যেই নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।