আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিনের সম্পর্ক ভাঙায় হতাশা গ্রাস করেছিল যুবককে। প্রেমিকাই ভেঙেছেন সম্পর্ক। এর জেরে রাগে, দুঃখে চরম পদক্ষেপ করলেন তিনি। হতাশায় বাড়িতে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। মশা মারার তেল খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন তিনি। সেই ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবক উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যুবক। বারবার দুঃখের কথা সমাজমাধ্যমে লিখতেন। গত শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে ব্রেকআপের পর তাঁর কষ্টের কথা ভাগ করে নিচ্ছিলেন। এরপর আচমকা কান্নায় ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে ঘরে থাকা মশা মারার তেল খেয়ে ফেলেন।
ভিডিওতে দেখা গেছে, প্রথমবার মশা মারার তেল খেয়ে অস্বস্তি হচ্ছিল যুবকের। এর কিছুক্ষণ পর আবারও কয়েকবার তেলটি খান। পেটে যন্ত্রণা হতেই ভিডিওটি বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে যুবকের আত্মহত্যার ভিডিও ভাইরাল হয়ে যায়। পুলিশ কমিশনারের মিডিয়া সেলের তরফে থানায় জানানো হয়। ভোররাতে যুবকের বাড়িতে পৌঁছয় পুলিশ।
অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে সঙ্কটজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন যুবক। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় মশা মারার তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যুবকের শারীরিক অবস্থার উন্নতি হলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
