আবু হায়াত বিশ্বাস: সংসদে ভোট চুরি নিয়ে তুঙ্গে উঠল বিতর্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার কংগ্রেসের বিরুদ্ধে ইতিহাস ঘেঁটে একাধিক অভিযোগ তুললেন। এর পাল্টা কংগ্রেসও তীব্র প্রতিক্রিয়া জানাল। নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী গতকাল একগুচ্ছ পয়েন্ট রেখেছিলেন। দিয়েছিলেন নির্বাচনী স্বচ্ছতার জন্য পরামর্শও। সেসবের জবাব কোথায়, লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণের পর এই প্রশ্ন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভা থেকে ওয়াকআউটের পর সাংসদ রাহুলের প্রশ্ন, স্বচ্ছ ভোটার তালিকা দেওয়ার দাবি করা হয়েছিল। দাবি ছিল, ইভিএম আর্কিটেকচারের। বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে তিনি যে গুরুতর বিষয়গুলি সভায় তুলে ধরেছিলেন, সেগুলির একটিতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনও উত্তর দেননি। সংবাদমাধ্যমের সামনে রাহুলের দাবি, তাঁর প্রশ্নের জবাবের বদলে ‘অমিত শাহ কেবল নিজেকে ‘বাঁচানোর চেষ্টা’ করেছেন।আপনারা তাঁর মুখ দেখেই বুঝে গেছেন!’
রাহুলের বক্তব্য, হরিয়ানা ও বিহারে বিজেপি নেতারা ভোট দিচ্ছেন—এই অভিযোগের ব্যাখ্যা দিতে হবে।. আমার প্রেস কনফারেন্সে ‘ভোট চুরি’র শক্ত প্রমাণ পেশ করা হয়েছে।নির্বাচন কমিশনারকে সম্পূর্ণ ইমিউনিটি দেওয়া কেন? এ বিষয়ে কেন নীরব থাকলেন অমিত শাহ। আগের দিনই রাহুল লোকসভায় দাঁড়িয়ে অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দল আঁতাত করে দেশজুড়ে ভোটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে রাহুল প্রস্তাব দেন— ভোটের এক মাস আগে সব রাজনৈতিক দলকে মেশিন–রিডেবল ভোটার তালিকা দিতে হবে, সিসিটিভি ফুটেজ ধ্বংস করার যে আইন আছে তা বাতিল করতে হবে। তাঁর প্রশ্ন ছিল, নির্বাচন কমিশনার বাছাই কমিশন থেকে কেন প্রধান বিচারপতিকে সরানো হয়েছে? প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কোন স্বার্থ রয়েছে? হরিয়ানা ও বিহারে অন্য রাজ্যের ভোটার বিজেপি নেতারা ভোট দিয়েছিলেন, তার জবাব কেন এড়িয়ে গেলেন শাহ, সেই প্রশ্ন এদিন তোলেন রাহুল।
এদিকে, অমিত শাহ দাবি করেছেন, বিরোধী দলগুলির কর্মকাণ্ডের জেরেই ভারতের নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সরকারের কারণে নয়। নেহরু–প্যাটেল নির্বাচন ছিল প্রথম ভোট চুরি দাবি করেন অমিত শাহ।তাঁরদাবি,স্বাধীনতার পর কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচনে সর্দার প্যাটেল ২৮টি ভোট পান, আর জওহরলাল নেহরু মাত্র ২টি। তার পরেও নেহরু প্রধানমন্ত্রী হন, এটা প্রথম ভোট চুরি। শাহ আরও অভিযোগ করেন, আদালত তাঁর নির্বাচন বাতিল করার পর ইন্দিরা গান্ধী নিজেকে ইমিউনিটি দেন।এটিকে তিনি দ্বিতীয় ভোটচুরি বলে উল্লেখ করেন শাহ। এদিকে, অমিত শাহের বক্তব্য চলার সময়ই বিরোধী দলনেতা রাহুল গান্ধী উঠে দাঁড়ান এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন—তিনি তাঁর তিনটি প্রেস কনফারেন্সের বিষয়ে সরাসরি বিতর্ক করতে প্রস্তুত আছেন।
