আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহ থেকে এখনই মিলছে না রেহাই। বছরের শেষদিনেও ঘন কুয়াশার চাদরে ঢেকে উত্তর পূর্ব ভারত। ৪ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। বরং শৈত্যপ্রবাহের মাঝেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার মৌসম ভবন জানাল, আগামী ৪ জানুয়ারি পর্যন্ত দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে ঘন কুয়াশার দাপট চলবে। আজ ভোরে আসাম, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, জম্মুর একাধিক শহরে দৃশ্যমানতা শূন্য ছিল।
উত্তর পূর্ব ভারতে দৃশ্যমানতা প্রায় শূন্য হওয়ায় ট্রেন, বিমান পরিষেবাও বিঘ্নিত হচ্ছে।
১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে তামিলনাড়ু, কেরল লাক্ষাদ্বীপেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।