আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ ট্রাক চালকের কাণ্ড দেখলে চমকে উঠতে হয়। এক হোটেলে গিয়েছিলেন খাবার খেতে। হোটেল মালিক খাবার দিতে রাজি না হওয়ায় মদ্যপ চালক ট্রাক নিয়ে বারবার ধাক্কা মারতে থাকেন হোটেলের দেওয়ালে। যাতে ক্ষতিগ্রস্ত হয় হোটেলের দেওয়াল। এমনকী হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িকেও ধাক্কা মারে ট্রাকটি।
ঘটনাটি ঘটেছে হিঙ্গলগাঁওয়ের গোকুল হোটেলে। ঘটনার একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওয় দেখা গেছে, বারবার হোটেলের দেওয়ালে ট্রাক নিয়ে ধাক্কা মারছেন ওই মদ্যপ চালক। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটির পুরো ভিডিও করেন। এমনকী একটি গাড়িতেও ধাক্কা মারেন ওই ট্রাক চালক। সূত্রের খবর, সোলাপুর থেকে পুণে আসছিলেন ওই ট্রাক চালক। রাস্তায় হিঙ্গলগাঁওয়ের গোকুল হোটেলের সামনে তিনি ট্রাক দাঁড় করান। এরপর ভিতরে যান খাবার খেতে। কিন্তু মদ্যপ থাকায় হোটেল মালিক খাবার দিতে রাজি হননি ওই চালককে। এরপরই রাগের মাথায় হোটেল বিল্ডিংয়ের ক্ষতি করতে শুরু করেন ট্রাক চালক। স্থানীয় কিছু মানুষ জন ট্রাক চালককে নিরস্ত্র করতে ট্রাক লক্ষ্য করে পাথরও ছোঁড়েন। কিন্তু তাতেও থামানো যায়নি মদ্যপ চালককে। শেষমেশ ট্রাকের চাকা ফেটে গেলে তিনি থামেন। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
