আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি দিল্লিতে এক তরুণী ধর্ষণের পর অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রেহান নামে এক মুসলিম যুবকের দ্বারা ধর্ষণ ও ব্ল্যাকমেইলের শিকার হওয়ার পর এই ঘটনা ঘটে। মাত্র ১৯ বছরের তরুণীর এই পরিণতিতে চমকে উঠেছে গোটা দেশ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রেহান তাঁর মেয়েকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেয়। মেয়ে নাবালিকা থাকাকালীন তাঁকে একাধিকবার ধর্ষণ করে ওই যুবক। এমনকি দুবার গর্ভপাত করাতেও বাধ্য করে। তার বিরুদ্ধে অভিযোগ, মেয়েকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করত ওই যুবক। নানা অশ্লীল ভিডিও রেকর্ড করে রাখে নিজের ফোনে। তরুণী বিয়ের জন্য চাপ দিলে যুবক তা প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ ১৮ জুন বিকেল সাড়ে চারটে নাগাদ তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার কয়েক সপ্তাহ পর গুরুতর অবস্থায় মহিলাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়।

দিল্লি পুলিশ নির্যাতিতার বক্তব্যের ভিত্তিতে এফআইআর দায়ের করে৷ এরপর রেহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, রেহানের বাবা প্রথমে ৪ লক্ষ টাকা এবং পরে ৫-১০ লক্ষ টাকা দিয়ে মামলাটি মিটিয়ে ফেলার চেষ্টা করে। তরুণীর মায়ের দাবি রেহান অন্যান্য হিন্দু মেয়েদেরও একইভাবে 'টার্গেট' করে। এছাড়াও এলাকায় জুয়া এবং গুন্ডামিতে জড়িত ছিল রেহান। ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে জেরা করা হয়েছে৷ দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।