আজকাল ওয়েবডেস্ক: একদিকে চরম দূষণ, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি। দুইয়ের জেরে রীতিমতো অতিষ্ঠ রাজধানীর বাসিন্দারা। পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরের মধ্যে চলতি বছরে উষ্ণতম নভেম্বরর সাক্ষী থাকল দিল্লি। নভেম্বর জুড়ে বিন্দুমাত্র ঠান্ডার আমেজ পাওয়া যায়নি শহরে।
মৌসম ভবন সূত্রে খবর, নভেম্বর মাসে দিল্লিতে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালের পর ২০২৪ সালে এমন উষ্ণ নভেম্বরের সাক্ষী থাকল দিল্লি। ২৫ নভেম্বরের পর থেকে দিল্লির তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ২৬ নভেম্বর একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নামে ১১.৯ ডিগ্রি সেলসিয়াসে। ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ছিল। পয়লা ডিসেম্বর তাপমাত্রা নামল ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। যা চলতি মরশুমে প্রথমবার।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সাধারণত নভেম্বরের শেষভাগ থেকে দিল্লিতে তাপমাত্রার পারদ নামতে শুরু করে। নভেম্বরে উত্তরভারতে বৃষ্টি, তুষারপাত হয়নি। যার প্রভাব পড়েনি দিল্লিতে। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়লেও, ফের আগামী সপ্তাহেই আবহাওয়া বদল হবে। আগামী সপ্তাহের শুরু থেকেই কমবে তাপমাত্রা। নতুন করে শীতের স্পেল শুরু হবে দিল্লিতে।
প্রসঙ্গত, শুধুমাত্র নভেম্বর নয়, চলতি বছরে উষ্ণতম অক্টোবরের সাক্ষীও থেকেছে দিল্লি। ১৯৫১ সালের পর চলতি বছর অক্টোবরে দিল্লির গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
