আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে এবার ভয়াবহ পরিস্থিতি। সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টিপাতে রাজধানী দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)-এর একাধিক অংশ কার্যত অচল হয়ে পড়েছে। বিভিন্ন প্রধান সড়কগুলিতে জল জমে যাওয়ার ফলে যান চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) গোটা দিল্লি শহরের জন্য ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করেছে। এমনকি আগামী কয়েকদিনেও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দিল্লির কনট প্লেস, আইটিও, প্রগতি ময়দান, পাঁচকুইয়ান রোড এবং বাহাদুর শাহ জাফর মার্গের মতো এলাকাগুলিতে ভয়াবহ জল জমে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, যানবাহনগুলি ধীর গতিতে জলমগ্ন সড়কের মধ্য দিয়ে চলাচল করছে। এর ফলে সাধারণ মানুষ কষ্টে রাস্তায় যাতায়াত করছে৷ অনেক কষ্টে তারা রাস্তা পার হচ্ছে। মহারানি বাগ, সিভি রমণ মার্গ এবং কনট প্লেস আউটার সার্কেল এলাকায় রাস্তা বৃষ্টির জলে ভেসে যাচ্ছে। অনেক গাড়ি জলে প্রায় পুরোপুরি ডুবে যায়।

ঢৌলা কুয়ান, মিন্টো ব্রিজ, নারায়ণা, আর কে পুরম এবং জংপুরা এলাকায়ও কিছুটা জলাবদ্ধতার খবর পাওয়া গিয়েছে। মতি বাগ, পুল প্রহ্লাদপুর, টলকাটোরা রোড, মুখার্জী নগর এবং রোহিনীর মতো গুরুত্বপূর্ণ সড়কগুলিতেও ব্যাপক জল জমে যায়। এর ফলে সাধারণ কর্মজীবী মানুষ এবং ছাত্রছাত্রীদের ভয়ানক ভোগান্তির মুখে পড়তে হয়।

ঘটনার জেরে প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে দিল্লির পরিকাঠামোর করুণ অবস্থার জন্য তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'দিল্লির পাঁচকুইয়ান রোডের অবস্থা মাত্র ১০ মিনিটের মধ্যে বৃষ্টিতে এরকম! এটি সরকারের কৃতিত্ব! কোথায় দিল্লির পিডব্লিউডি মন্ত্রী?' 

আরও একটি পোস্টে আতিশি জানান, 'সিভিল লাইন্স, যেখানে এলজি সাহেব ও মুখ্যমন্ত্রীর বাড়ি, সেখানে রাস্তাগুলো জলে ভেসে যাচ্ছে। ১০ মিনিট বৃষ্টি হলেই দিল্লির এই অবস্থা।' পাশপাশি তিনি সেই রাস্তার ভিডিও ফুটেজও শেয়ার করেন।

অন্যদিকে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বিজেপি ও আপ, উভয় সরকারের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, 'সবাই সমস্যার সম্মুখীন হচ্ছেন-ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, অফিসার, এমনকি সাংসদরাও সংসদে পৌঁছাতে দেরি করছেন। দিল্লির ৯০ শতাংশ এলাকায় জলাবদ্ধতা। বিজেপি আপকে দোষ দেয়, আপ বিজেপিকে। কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে দিল্লির সাধারণ মানুষকেই।'

আরও পড়ুনঃ 'এত তাড়াহুড়ো কেন দিদি?' কুম্ভে গঙ্গায় তরুণীর কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খেলেন নেটিজেনরা...

আইএমডি জানিয়েছে, দিল্লি ও এনসিআর এলাকায় ৩ আগস্ট পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত চলবে। এর সঙ্গে বর্জ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বাতাস বইতে পারে। পূর্ব এনসিআরের জন্য রেড অ্যালার্ট এবং বাকি অঞ্চলের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর। 

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮:৩০ পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯ টার দিকে দিল্লির বায়ু মান সূচক (AQI) ছিল ৮৭। যা স্বভাবতই সন্তোষজনক বিভাগে পড়ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা মৌসুমের স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।