আজকাল ওয়েবডেস্ক : দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে না মনুস্মৃতি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যোগেশ সিং জানিয়ে দিয়েছেন, আইনের পড়ুয়াদের মনুস্মৃতি পড়ানো হবে না। মনুস্মৃতি পড়ানো নিয়ে একটি প্রস্তাব রাখা হয়েছিল। তবে এবিষয়ে বিতর্ক তৈরি হওয়ার ফলে তাকে বাতিল করা হল।

নিজের ভিডিও বার্তায় যোগেশ সিং জানিয়েছেন, আইনের সিলেবাসে মনুস্মৃতি পড়ানো নিয়ে প্রস্তাব রাখা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় তাঁকে বাতিল করে দিয়েছে। আইন বিভাগের ডিন অনু ওয়ালি টিকু বলেন, মনুস্মৃতি পড়ানো নিয়ে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। এটা ভারতীয় সংস্কৃতির একটি অংশ। তবে মহিলাদের ক্ষমতায়ন এবং শিক্ষা নিয়ে বেশকিছু বিতর্কিত অংশ রয়েছে এখানে। তাই একে বাতিল করার সিদ্ধান্ত সঠিক।

বিষয়টি নিয়ে বিজেপি-কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে তরজা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ নিজের সামাজিক মাধ্যমে লেখেন, নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীকে খুশি রাখার এটা নয়া পদ্ধতি। আরএসএস এবং সংবিধানকে অপমান করার এটা বিজেপির নয়া কৌশল।

অন্যদিকে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, মনুস্মৃতি নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। একে সিলেবাসের আওতায় আনা হচ্ছে না। দিল্লি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই এবিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করেছে। কংগ্রেস অহেতুক বিষয়টি নিয়ে রাজনীতি করছে।