আজকাল ওয়েবডেস্ক: বর্ষা হোক বা শীত, দেশের রাজধানীতে তার প্রভাব পড়ে ব্যাপক হারে। তবে হাওয়া অফিস বলছে বৃহস্পতিবারে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ছিল গত ১৪ বছরের ইতিহাসে দিল্লির সেপ্টেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা।

প্যাঁচপেচে গরমের পর, গত কয়েকদিন টানা একনাগাড়ে বৃষ্টি হয়েছে দেশের রাজধানীতে। এর ফলে, তাপমাত্রাও কমেছে কিছূটা। বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। আইএমডির দেওয়া তথ্য বলছে, ১৩ সেপ্টেম্বর দিল্লির তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।

১৪ বছরের ইতিহাসে, সেপ্টেম্বরের সেটাই ছিল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা। তবে সেই রেকর্ড ভাঙল বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর। আরও নামল তাপমাত্রা। এর আগে ২০২২ সালে দিল্লিতে সেপ্টেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস।


আইএমডির তথ্য আরও বলছে, চলতি মরশুমে দিল্লিতে স্বাভাবিকের চেয়ে ৬৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।  দেশের রাজধানীতে এখনও পর্যন্ত ১০২৯.৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লিতে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি থাকবে বলে জানা যাচ্ছে। 
  
তবে গত কয়েকদিনের প্রবল বর্ষণে ব্যাপক সমস্যায় পড়েছিল দিল্লি। দিল্লি-এনসিআর অঞ্চলে ব্যাপক বৃষ্টির কারণে ভারী বৃষ্টিপাতের কারণে জন-যন্ত্রণার ছবি ফুটে উঠেছিল। ব্যাপক যানজটের ফলও ভুগতে হয়েছিল।