আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে দুই ব্যক্তিকে সম্প্রতি ছিনতাই ও ছুরি দেখিয়ে আক্রমণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনাটি একটি পার্কে ঘটে। দুই মার্কিন নাগরিককে আক্রমণ করে তারা। ছুরি দেখিয়ে ছিনতাই করে৷ চেঁচামেচিতে স্থানীয়রা জড়ো হয়। পুলিশের সঙ্গে সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পর অবশেষে তারা ধরা পড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২৬ জুন দক্ষিণ-পূর্ব দিল্লির আস্থা কুঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটে। এক আমেরিকান নাগরিক এবং তাঁর মহিলা বন্ধু একটি পার্কে হাঁটছিলেন। ইতিমধ্যেই দুই অপরিচিত এসে তাঁদের আক্রমণ করে৷ ছুরি দেখিয়ে ছিনতাই করে। অভিযুক্তরা মহিলার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির সময় তাঁদের একজন আহতও হয়।
পুলিশ সূত্রে, অভিযুক্তদের আটক করা হয়। তবে পুলিশ তাদের ধরতে গেলে তারাও পাল্টা গুলি চালায়। তবে পুলিশের গুলিবর্ষণে অভিযুক্ত অক্ষয় এবং যতীন আহত হয়।
তাদের আটক করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদ জারি আছে। ঘটনার সবরকম দিক পর্যবেক্ষণ করা হচ্ছে৷ আরও বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে খবর৷
