আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে সম্প্রতি এক অদ্ভুত কারণে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক ব্যক্তি তার স্ত্রীর বিবাহবার্ষিকীতে একটি দামি উপহার কিনে দেওয়ার জন্য এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রোহিত ওরফে মাচ্ছি। খবর অনুযায়ী, সে একজন পুরনো অপরাধী। তার বিরুদ্ধে এর আগে প্রায় ২২টি ছিনতাই ও লুঠপাটের মামলা ছিল। পুলিশ আরও জানায়, এই কাজে রোহিতকে সাহায্য করেছিল তার সঙ্গী অর্জুন সারিন। অভিযোগকারী তার চুরি যাওয়া মোবাইল ফোনের অবস্থান খুঁজে বের করার পর প্রথমে অর্জুনকেই ধরা সম্ভব হয়।

রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। রোনিত করাতি নামের এক ব্যক্তি সাইকেলে করে কিষান গঞ্জের দিকে যাচ্ছিলেন। ওল্ড রোহতক রোডের কাছে একটি মিষ্টির দোকানের সামনে আচমকা মোটরবাইকে আসা দুই যুবক তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালায়।

পুলিশের তথ্য অনুযায়ী, করাতি ও তাঁর এক বন্ধু প্রথমে ল্যাপটপে ফোনের অবস্থান ট্র্যাক করে। এর পর প্রতাপ নগর মেট্রো স্টেশনের কাছে ওই দুষ্কৃতীদের দেখতে পান। রোনিত করাতি তখন সাহসিকতার সঙ্গে মোটরবাইক-সহ অর্জুনকে ধরে ফেলেন, কিন্তু রোহিত সেখান থেকে পালিয়ে যায়।

এরপর পুলিশ অর্জুনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অর্জুন জানায়, রোহিত তার স্ত্রীর জন্য দামি উপহার কেনার টাকা জোগাড় করতে চেয়েছিল বলেই এই ছিনতাইয়ের জন্য জোর করে। তারা যাতে ধরা না পড়ে, সেই জন্য মোটরবাইকের নম্বর প্লেট কালো টেপ দিয়ে ঢেকে রেখেছিল।

পরে পুলিশ একটি দল গঠন করে তল্লাশি শুরু করে। রবিবার গভীর রাতে কিষান গঞ্জ এলাকার রেললাইনের কাছে রোহিতকে গ্রেপ্তার করে। চুরি যাওয়া ফোনটিও অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধরা পড়ার সময় রোহিত ফোনটি বিক্রি করার জন্য ক্রেতা খুঁজছিল।

পুলিশ আরও জানায়, চুরি ছিনতাইয়ের পাশাপাশি রোহিত একজন নেশাগ্রস্তও । ২০২২ সালের নভেম্বরে জেল থেকে ছাড়া পাওয়ার পর খুব তাড়াতাড়ি সে আবার অপরাধের পথে ফিরে আসে।