আজকাল ওয়েবডেস্ক: পথের ধারে থাকে একটি কুকুরকে নিজের গাড়িতে চাপা দিলেন। তারপর গলা তুলে সেই কাজটি প্রত্যাখান করলেন। 


একটি ভিডিও ঘিরে এখন সর্বত্র তোলপাড় হয়ে গেল। ভিডিওটিতে দেখা গিয়েছে এক ব্যক্তি একটি পথ কুকুরকে চাপা দিয়েছেন নিজের গাড়িতে। তারপর আবার জোর গলায় সেই কাজটি প্রত্যাখান করেছেন। গাড়ির নিচে চলে যাওয়ার ফলে সেই কুকুরটি মারা গিয়েছে। এরপরই এই কাজের জন্য সামাজিক মাধ্যম ক্ষোভে ফেটে পড়েছে। 


কুকুরটিকে চাপা দিয়ে মেরে ফেলার পর যখন কয়েকজন মিলে তাকে গাড়ির নিচ থেকে বের করে নিয়ে আসে তখন মারা গিয়েছে কুকুরটি। তবে এই ঘটনায় একেবারেই অনুতপ্ত নন ওই ব্যক্তি। উল্টে গলা চড়িয়ে নিজের কাজকে বাহবা দিচ্ছেন তিনি। নিজের করা এই কাজের জন্য তিনি একেবারে চিন্তিত নন। এরপর দিব্যি গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যান তিনি।

 


এই ভিডিও ঝড়ের গতিতে সর্বত্র ছড়িয়ে পড়ে। ৫৮ হাজার ভিউ ছাড়িয়ে যায়। সেখানে নিন্দা জানান সকলেই। যেভাবে নিজের এই কাজের জন্য তিনি গলা তুলে কথা বলেছেন সেখানে তার এই কাজকে অমানুষের সঙ্গে তুলনা করেছেন অনেকেই। এমনকি ঘটনার পর তিনি গাড়ি থেকে না নেমে খানিক ঝগড়া করে গাড়ি চালিয়েই সেখান থেকে চলে যান।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by StreetdogsofBombay (@streetdogsofbombay)